মোটরযানচালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী জুনের মধ্যে ত্রুটিপূর্ণ মোটরযানকে মেরামত করে দৃষ্টিনন্দন করার নির্দেশ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ। অন্যথায় এক জুলাই থেকে ত্রুটিপূর্ণ মোটরযানের বিরুদ্ধে বিদ্যমান আইন এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৯ মে) বিআরটিএ-এর পক্ষ থেকে ঢাকাসহ মহাসড়কে ত্রুটিপূর্ণ মোটরযান চলাচল বন্ধকরণসংক্রান্ত জরুরি গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকাসহ মহাসড়কে লক্কর/ঝক্কর, রংচটা, গ্লাস ভাঙা, লাইন ভাঙা, সিট ভাঙা মোটরযান মহাসড়কে চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। ফলে ঢাকা মহানগরে চলাচলরত গণপরিবহনের সৌন্দর্যের ওপর নগরের সৌন্দর্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে। সড়ক দুর্ঘটনা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরযান বন্ধ করা প্রয়োজন।
এদিকে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান এবং এ ধরনের তিন চাকার যান চলাচল বন্ধে বিজ্ঞপ্তি দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বিআরটিএ বলছে, ব্যাটারি বা মোটরচালিত রিকশা বা ভ্যান বা এ জাতীয় থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাটারি/রিকশা বা ভ্যান বা এ ধরনের থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কড়ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।
এ অবস্থায় ঢাকা মহানগরীতে ব্যাটারি/রিকশা বা ভ্যান বা এ ধরনের থ্রি-হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কড়ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করার অনুরোধ করা যাচ্ছে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিআরটিএ।
এদিকে রোববার ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পুলিশের সাম্প্রতিক অভিযানের বিরুদ্ধে মিরপুরের ১০ নম্বরে লাঠিসোঁটা হাতে বিক্ষোভে নেমেছেন চালক ও ব্যবসায়ীরা।
বিদ্যুৎচালিত তিন চাকার যানগুলো অটো, ইজিবাইকসহ নানা নামে পরিচিত। শারীরিক পরিশ্রম না হওয়ায় দেশে প্যাডেল রিকশার বিকল্প হিসেবে চালকদের কাছে জনপ্রিয় হয়েছে ব্যাটারিচালিত রিকশা। কিন্তু প্রায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে কম গতির এসব হালকা যান।
এ অবস্থায় বিভিন্ন প্রধান সড়কে এসব যান চলাচল বন্ধের দাবি উঠেছে।
গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক নিরাপত্তাসংক্রান্ত এক বৈঠকে বলেন, ঢাকার সড়কে ব্যাটারিচালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না। ঢাকার সড়কে ব্যাটারিচালিত কোনো রিকশা চলাচল করতে পারবে না বলে ঘোষণা আসে বৈঠক থেকে।
মন্তব্য করুন