চার ঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়েছে মোহনগজ্ঞ এক্সপ্রেস। রোববার (২৬ মে) এ ঘটনায় যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। স্টেশনের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনটি বিলম্বে ছেড়ে যাওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেনি।
জানা গেছে, রোববার ভোরে যথাসময়ে ট্রেনটি কমলাপুরে অবস্থিত ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। দুপুর সোয়া ১টায় আবারও ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীদের দীর্ঘ অপেক্ষার পর সর্বশেষ ট্রেনটি বিকাল সোয়া ৪টায় ছাড়ার সম্ভাব্য সময় ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু সাড়ে ৪টার সময়ও ট্রেনটি কোনো লাইনে দেওয়া হয়নি।
একাধিক যাত্রী কালবেলাকে জানিয়েছেন, সোয়া ৫টার দিকে ট্রেনটি কমলাপুর থেকে নেত্রকোনার উদ্দেশ্যে যাত্রা করে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার কালবেলাকে বলেন, নানা কারণে ট্রেনটি ছাড়তে বিলম্ব হয়েছে।
মন্তব্য করুন