কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘এসডিজি অর্জনে মা ও শিশুমৃত্যু কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে আয়োজিত সভায় বক্তারা। ছবি : কালবেলা
জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে আয়োজিত সভায় বক্তারা। ছবি : কালবেলা

আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে মা ও শিশুর মৃত্যুহার কমিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের চেয়ারম্যান এবং সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

বুধবার (১২ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত প্রোমোটিং মেন্টাল অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) সার্ভিসেস ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সমৃদ্ধ বাংলাদেশ অর্জনে মা ও শিশুর স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যসেবার উন্নয়নের মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুহার কমিয়ে আনতে হবে। সামগ্রিক স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রধানমন্ত্রীর সফলতাকে অনুসরণ করে সবাই মিলে কাজ করলে ২০৩০ সালের মধ্যেই মাতৃ ও শিশুমৃত্যু রোধ করতে আমরা সক্ষম হব।

সভায় সংসদ সদস্যরা বলেন, সারা দেশের সকল মা ও শিশুর স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। টিকাদানে প্রধানমন্ত্রীর সফলতা নিশ্চিত করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। দেশের সামগ্রিক উন্নয়নে মা ও নবজাতকের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া অতি জরুরি। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে মা ও শিশুর জীবন রক্ষায় কাজ করতে হবে।

তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় রোগ প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মা ও শিশুদের রক্ষায় বাজেট বাড়ানো জরুরি। পাশাপাশি শিশুদের সুরক্ষায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করতে আমাদের আরও কাজ করতে হবে। একই সঙ্গে শিশুদের ঠিক মতো বেড়ে উঠার জন্য সঠিকভাবে মাতৃদুগ্ধ পান করানোসহ পুষ্টি নিশ্চিত করতে হবে।

সভায় সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আফতাব উদ্দীন সরকার, ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, পংকজ নাথ, বিপ্লব হাসান, ডা. মো. হামিদুল হক খন্দকার, ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, দ্রৌপদী দেবী আগারওয়াল, কানন আরা বেগম, নাদিয়া বিনতে আমিন, কোহেলী কুদ্দস এবং লায়লা পারভীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সমন্বয়ক ড. রফিকুল ইসলাম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. নিজাম উদ্দীন আহম্মেদ এবং জাপাইগোর কান্ট্রি লিড ড. সিতারা রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X