কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মাসুদ সারওয়ার ১৮ জুন হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
শনিবার (২২ জুন) জিল্লুল হাকিম গ্রিন লাইফ হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় মন্ত্রী তার চিকিৎসার খোঁজখবর নেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
মন্ত্রী বলেন, ঈদযাত্রাকে সফল করার জন্য তার কর্মতৎপরতার ছিল প্রশংসনীয় এবং আশা করছি, খুব দ্রুতই তিনি কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।
মন্ত্রী জানান, উনার অবস্থা আগের চেয়ে ভালো রয়েছে। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যে কোনো প্রয়োজনে তার পাশে আছি।
প্রসঙ্গত, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাসুদ সারওয়ার রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।
জানা গেছে, ঈদের আগের দিন থেকেই স্টেশন ম্যানেজার অসুস্থতা অনুভব করেন। ঈদের পরের দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য করুন