রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : কালবেলা
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। ছবি : কালবেলা

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি।

রোববার (২৩ জুন) দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের সবচেয়ে বড় সফলতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রাপ্তি। বঙ্গবন্ধুকে দেশি ও বিদেশি চক্রান্তকারীরা হত্যা করল। আমাদেরকে পিছিয়ে দেওয়া হলো। আর স্বাধীনতার ঘোষণা নিয়ে চক্রান্ত শুরু হলো। কিন্তু চক্রান্ত বেশিদিন থাকে না, চক্রান্ত বেশি দিন টিকতে পারে না। মিথ্যাচার বেশিদিন টিকতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতাকে অন্যতম শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে ঘোষণা দেওয়া হলো। তারপর সমস্ত রকম ষড়যন্ত্র থেমে গেল। আর স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো কথা নাই। বঙ্গবন্ধু একমাত্র নেতা যার পক্ষে সম্ভব ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া। সর্বস্তরের মানুষকে যুদ্ধে নামানো এবং যুদ্ধে জয়লাভ করানো।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মাঝে নাই কিন্তু তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা পদ্মা সেতুর মতো একটা সেতু বানাতে পারছি। মেট্রোরেলের মতো একটা জনগণের উপকারী বাহন তৈরি করতে পারছি। আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমরা সহজে দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যে রাজবাড়ী থেকে ঢাকায় ট্রেনে পৌঁছাতে পারি। আমাদের রাজবাড়ী থেকে আরও একটা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। যেটা রাজবাড়ী থেকে ভাঙা হয়ে ঢাকা যাচ্ছে। এটা ফরিদপুর থেকে থামানোর জন্য দাবি করছে, সেখানেও থামানো হবে।

রাজবাড়ীতে একটা রেলওয়ের কারখানা হবে জানিয়ে মন্ত্রী বলেন, যেটা হবে দেশের সবচেয়ে বড় রেলের কারখানা। ১০৫ একর জমি নিয়ে এই কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। রাজবাড়ী তো রেলের শহর ছিল। সেই রেল শহরের বিলুপ্তি হচ্ছিল। রেলের শহর হিসেবে রাজবাড়ীর নাম ছিল না। এটা বিএনপির আমলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে রেললাইন উপড়ে ফেলা হয়েছিল। রেল লাইন তুলে বিক্রি করা হয়েছিল। আজকে আমরা রাজবাড়ীকে একটা রেলওয়ে ডিভিশন হিসেবে প্রতিষ্ঠা করার কাজ করছি। রাজবাড়ী রেলওয়ের ডিভিশন হলে সর্বস্তরের মানুষের উপকার হবে। এখানে অনেক মানুষের চাকরি হবে।

রেলের কারখানা হলে প্রায় এখানে ৫ হাজার লোক চাকরি করতে পারবে। আমাদের রাজবাড়ীর রেলস্টেশনের টেন্ডার হয়ে গেছে। এখানে সুন্দর দোতালা ভবন হবে। আমরা চাচ্ছি রাজবাড়ীকে একটা রেলের শহর হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আপনাদের অনেক পরিবর্তন হয়েছে। ঈদযাত্রায় মানুষের সবচেয়ে সর্বোচ্চ পর্যায় রেলপথ। রোজার ঈদে এবং কোরবানির ঈদে প্রত্যেকটি মানুষ যারা রেলে যাইতে চাইছে তারা সহজে বাড়ি পৌঁছাতে পারছে। আজকে অনেক পরিবর্তন হয়েছে। এবং রাজবাড়ীতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা শক্তিশালী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে এমন একটা দল গঠন করব, এমন একটা আওয়ামী লীগ গঠন করব, যাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করার দুঃসাহস বিএনপি কেন, কেউ করবে না।

এদিকে, রোববার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এমপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি ফকীর আব্দুল জব্বার, সহসভাপতি সালমা চৌধুরী রুমা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি করেন নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মীরা এ সময় র‍্যালিতে অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১০

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

১১

ইসরায়েলসহ মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তি, ১৭ জনের মৃত্যুদণ্ড

১২

জাতীয় ইমাম-খতিব সম্মেলনে চরমোনাই পীর / আলেমদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া যাবে না

১৩

ইপিআই টিকাকেন্দ্রে আগুন

১৪

কৃষি ব্যাংক স্টাফ কলেজে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

১৫

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

১৬

বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় সহায়তা দিলেন তারেক রহমান

১৭

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

১৮

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

১৯

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

২০
X