ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৎকালীন চেয়ারপারসন অধ্যাপক সিতারা পারভীনের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৩ জুন)। ২০০৫ সালের ২৩ জুন নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তিনি সাবেক প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের মেয়ে এবং একই বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী।
সিতারা পারভীনের জন্ম ১৯৫৩ সালের ২ সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ এবং পরে সাংবাদিকতা বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। পিএইচডি করেন ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।
১৯৮২ থেকে আমৃত্যু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তার স্মরণে পরিবারের পক্ষ থেকে সাংবাদিকতা বিভাগে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রবর্তন করা হয়। তার মৃত্যুর পর থেকে প্রতিবছর বিভাগের উদ্যোগে সম্মান পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন