শাইখ সিরাজ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি, কৌশল ও বাউবি’র দূরশিক্ষণ

শাইখ সিরাজ। ছবি : সংগৃহীত
শাইখ সিরাজ। ছবি : সংগৃহীত

বাউবি অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার চমৎকার সব স্মৃতি জড়িয়ে আছে। বাংলাদেশ টেলিভিশনে তখন ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তার তুঙ্গে। প্রচার হয় প্রতি শনিবার রাত সাড়ে ৮টায়, ঠিক বাংলা সংবাদের পর। এ অনুষ্ঠানের কল্যাণে তরুণদের মাঝে হাঁস-মুরগি পালন, খাঁচায় মুরগির চাষ, মাছের খামার খুব ব্যাপক প্রসার ঘটে।

সে সময় অপরিহার্য হয়ে পড়ে কৃষি জ্ঞানটাকে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়া অর্থাৎ কৃষি প্রশিক্ষণ। যেসব তরুণ নতুন খামার গড়তে আসছে তাদের কারিগরি কোনো জ্ঞান নেই। মুরগির খামার, মাছের খামার, গরু মোটা তাজাকরণ কিংবা নার্সারি যা-ই হোক। সবখানেই কারিগরি জ্ঞান প্রয়োজন। তখন দেশের যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলো উপলব্ধি করল, আগ্রহী তরুণদের প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় হাঁস-মুরগি পালন, মাছ চাষ ও বনায়নের নতুন কিছু কোর্স শুরু হলো। তরুণরা তুমুল আগ্রহ নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় যাচ্ছে।

এ প্রশিক্ষণের প্রসারও দেশব্যাপী ছড়িয়ে পড়ল। বাংলাদেশ টেলিভিশনে তখন প্রতিদিন বিকেলের দিকে প্রচার হতো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রযোজিত ‘দূরশিক্ষণ’ নামে একটি অনুষ্ঠান। ‘দূরশিক্ষণ’ কার্যক্রম পরিচালনার জন্য তারা বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিন আধা ঘণ্টা সময় বরাদ্দ নেয়। কোনো দিন ইংরেজি, কোনো দিন গণিত, কোনো দিন ইতিহাস, কোনো দিন বিজ্ঞান, কোনো দিন ভূগোল, কোনো দিন কৃষি সম্পর্কে অনুষ্ঠান। খুব সম্ভবত ১৯৯৩-৯৪ সালের কথা। তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসটা ছিল ঢাকা কলেজ চত্বরের টিচার্স ট্রেনিং কলেজ ভবনে।

উপাচার্য ছিলেন অধ্যাপক ড. শমসের আলী। তিনি এক দিন আমাকে ডেকে পাঠালেন। বললেন, যেসব বিষয় আমি বিটিভির ‘মাটি ও মানুষ’-এ দেখাই, সেগুলোকে আরও পুঙ্খানুপুঙ্খ প্রশিক্ষণের মতো করে দেখানো যায় কিনা। যেমন- মাছ কীভাবে চাষ করতে হয়, গরু লালন-পালনের পদ্ধতিটা কী? গরু মোটা তাজাকরণের প্রয়োজনীয় বিষয়গুলো। খড় দিয়ে কীভাবে ইউরিয়া মোলাসেজ ব্লক বানাবে? এগুলো একেবারে নিবিড়ভাবে বোধগম্য উপায়ে প্রশিক্ষণ সিরিজ করা যায় কিনা। এটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করা হলে তরুণ প্রজন্মের অনেক উপকার হবে। আমি বেশ আগ্রহী হলাম। কারণ, এর উপযোগিতা সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম। শুধু তরুণ প্রজন্মই নয়, সব ধরনের দর্শকের কাছে কৃষির এই শিক্ষা অতীব জরুরি।

একদিকে বিটিভির সাপ্তাহিক ‘মাটি ও মানুষ’ আরেকদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান। চিন্তা করলাম পারব তো? ভেবেচিন্তে অনুষ্ঠানটির নাম ঠিক করলাম ‘কৃষি কৌশল’। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি কোর্সের সঙ্গে যুক্ত করা হলো ‘কৃষি কৌশল’।

এ অনুষ্ঠান প্রযোজনার জন্য বহিরাগত হলেও আমাকে ‘গেস্ট প্রডিউসার’ হিসেবে নিয়োগ করা হলো। ড. শমসের আলী সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রথম গেস্ট প্রডিউসার হিসেবে আমাকে নিয়োগ দিলেন। এ যাবৎকালে আমিই সম্ভবত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একমাত্র সরকারি নিয়োগপ্রাপ্ত গেস্ট প্রডিউসার।

আমি যোগদান করার পর বন্ধু ফরিদুর রেজা সাগরকেও আগ্রহী করলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাজ করার ব্যাপারে। সাগর ও আমি ড. শমসের আলীর কাছে একটি প্রস্তাব দিলাম ‘বাউবি-১২’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানের। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১২টি প্রশ্নসমৃদ্ধ অনুষ্ঠান। উপস্থাপক আবদুন নূর তুষার। সেটিও দূরশিক্ষণে যুক্ত হয়ে গেল। এই অনুষ্ঠানটিও খুব জনপ্রিয় ছিল।

আমার মহল্লার আরেক বন্ধু মোসাদ্দেক হাসান (বর্তমানে চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক, কারিগরি) তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তিনি বাংলাদেশ টেলিভিশনের ভিডিও এডিটর ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে থাকলে সারা জীবন তাকে ভিডিও এডিটরই থাকতে হতো। এই চিন্তা থেকে ওই চাকরিটা ছেড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

মোসাদ্দেক, আমি আর ক্যামেরাম্যান মোয়াজ্জেম হোসেন মিলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষিবিষয়ক কোর্স কারিকুলাম শুরু করলাম ভিডিওতে। ‘মাটি ও মানুষ’-এর প্রতিটি অনুষ্ঠানের বিষয়কে নিবিড় ও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার কাজ শুরু হলো। পদ্ধতিগত বিষয়গুলো ভিডিও ও বর্ণনায় তুলে আনা হলো।

মাছ চাষের কথা যদি বলি, পুকুরের আকার কেমন হবে, কীভাবে খনন করতে হবে, কখন চুন দিতে হবে, কখন পানি ছাড়তে হবে, মাছের পোনা কখন ছাড়তে হবে, পোনার বয়স কত হবে, কী খাবার দিতে হবে- এসব কারিগরি বিষয় বিস্তারিত উঠে আসতে থাকল। আমি ব্যক্তিগতভাবে টেলিভিশনকে সব সময়ই একটি শিক্ষার জায়গা হিসেবে বিবেচনা করে আসছি। আমাদের মতো দেশের টেলিভিশন বিনোদনের পাশাপাশি মানুষকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করবে এটিই স্বাভাবিক। কাজ করতে গিয়ে বার বারই মনে হয়েছে ক্যামেরার চোখে টেলিভিশনের পর্দায় যা দেখাব তার সঙ্গে মিলিয়ে শব্দ বা ধারা বর্ণনা দিয়ে কানে শোনাব। একজন মানুষ খুব সহজেই তা বুঝতে পারবে।

এখানে উল্লেখ না করলেই নয়, টেলিভিশনে ‘কৃষি কৌশল’ শুরুর সময় একই সঙ্গে বাংলাদেশ বেতারে শুরু হলো ‘মাটির কাছে মানুষের কাছে’ বহুমুখী গণমাধ্যম প্রয়াস।

তার আগে রেডিওতে স্থানীয় সংবাদ ও কৃষি খবর পড়ার অভিজ্ঞতা ছিল। আর মনে ছিল রেডিওর ‘দেশ আমার মাটি আমার’ কার্যক্রমটির কথা। যেখানে ‘মজিদের মা’ নামে একটি জনপ্রিয় চরিত্র ছিল। টেলিভিশনে আমাদের কৃষি কৌশলের চেয়ে চ্যালেঞ্জিং ছিল রেডিওর অনুষ্ঠান। তার মানে শ্রোতা এখানে দেখতে পাচ্ছে না তাকে শব্দ দিয়ে পরিবেশ পরিস্থিতি সবই বোঝাতে হচ্ছে। আমি অনুষ্ঠানের প্রয়োজনীয়তা বুঝেই মাইক্রোফোন ও রেকর্ডার নিয়ে গ্রামে গেলাম।

পোলট্রির এক দিনের বাচ্চার অনুষ্ঠান ধারণের সময় মনে হলো এখানে বাচ্চার কিচিরমিচির আওয়াজটা যদি শ্রোতার কানে না পৌঁছে তাহলে অনুষ্ঠান প্রাণ পাবে না। আবার যখন পোলট্রি খামারে ডিম সংগ্রহ করার কথা বলছি সেখানকার ভিন্ন শব্দও অতীব প্রয়োজনীয়। একইভাবে গ্রামে সেচনালার পাশে দাঁড়িয়ে যখন কথা বলছি তখন কলকল ধ্বনিটা যদি না শোনানো যায়, তাহলে মানুষের মনে দৃশ্যপটতা তৈরি হয় না। একই সঙ্গে সীমাবদ্ধতাটাও বুঝেছি। নিজের কাছেই স্পষ্ট হয়েছে কেন রেডিওতে কৃষিবিষয়ক অনুষ্ঠান সফল হয়নি। এ কাজগুলো করতে করতেই প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেয়েছি। একই সঙ্গে টেলিভিশন এবং অডিও মাধ্যমে কাজের অভিজ্ঞতাটা রপ্ত করা সম্ভব হয়েছে।

একদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, আর আমাদের যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ, আর একদিকে টেলিভিশনের মাটি ও মানুষ এবং বাউবি দূরশিক্ষণের ‘কৃষি কৌশল’ রেডিওর ‘মাটির কাছে মানুষের কাছে’। সব মিলিয়ে এক জাগরণ সৃষ্টি হলো তরুণদের মাঝে। কৃষি নিয়ে গোটা দেশের মানুষের স্বপ্ন তৈরি হলো। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই ‘কৃষি কৌশল’ করতে গিয়ে নতুন একটি মডেল তৈরির সুযোগ পেলাম। বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ ছিল মূলত উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান। কৃষির ব্যাপারে উদ্বুদ্ধ করতাম।

নতুন চাষব্যবস্থা, নতুন কৌশল, নতুন ফসল, নতুন বীজ এসব বিষয় দেখে কৃষক দারুণ উদ্বুদ্ধ হতো। দেখত কৃষক নতুন কিছু করে পয়সা উপার্জন করছে। এসব দেখে দর্শক হিসেবে আরেকজন কৃষকও চাইত সেটা করতে। কিন্তু তার কাছে কৌশলটা ছিল না। কীভাবে করবে তা সে জানত না। বাউবি দূরশিক্ষণের কৃষি কৌশলটা ছিল সে রকম একটা বিষয়। ‘মাটি ও মানুষ’ প্রচার হতো শনিবার।

মাটি ও মানুষের শেষে দর্শকদের আমি বলতাম, এ বিষয়ের বিস্তারিত যদি হাতে-কলমে পেতে চান আগামী বৃহস্পতিবারের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘কৃষি কৌশল’ দেখুন। একই টেলিভিশনে ঠিক চার দিন পর দর্শক অপেক্ষা করে অনুষ্ঠানটি দেখত। দেখে সে আরও সমৃদ্ধ হতো। কৌশলটা শিখত। টেলিভিশনে দেখে যখন সে হাতে-কলমে করতে যেত অনেক সময় হিসাব বা তথ্য ভুলে যেত। তখন সেই দর্শককে আমি টেনে নিয়ে এলাম পত্রিকায়। তখন দৈনিক ‘জনকণ্ঠ’ খুব দাপটের সঙ্গে চলছে। সেখানে ‘চাষবাস’ নামে একটা কলাম লিখতাম আমি।

‘চাষবাস’ কলামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমি যা দেখালাম সেই তথ্যগুলো সুনির্দিষ্টভাবে তুলে ধরতাম। এতে প্রথম মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে কৃষক উদ্বুদ্ধ হতো, সে হাতে-কলমে কৌশল জানার জন্য দেখত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘কৃষি কৌশল’। আর তথ্যগুলো কাগজে নিশ্চিতভাবে পাওয়ার জন্য তারা পড়তে শুরু করল জনকণ্ঠের চাষবাস কলাম। এটি হয়ে উঠল শতভাগ তথ্য পৌঁছে দেওয়ার জন্য একটা ত্রিমুখী মডেল। আমি নিজে নিজে এমন একটি ত্রিভূজাকৃতির মডেল তৈরি করে নিলাম। তখনকার কৃষির উত্তরণে এ ত্রিমুখী কার্যক্রমের বড় একটি অবদান ছিল।

দেশে অগণিত সফল খামারি রয়েছেন যারা সে সময়ের এই ত্রিমুখী সম্প্রসারণ কার্যক্রমের কল্যাণে কৃষিতে আসেন এবং উত্তরোত্তর সাফল্য অর্জন করেন।

মনে পড়ে, সে সময় অন্যতম সফল একটি প্রচার ছিল বায়োগ্যাস প্লান্ট স্থাপন। নব্বইয়ের দশকে ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানে বায়োগ্যাস প্লান্টের ওপর একাধিক প্রতিবেদন করেছি। এতে বিশাল জনগোষ্ঠী উপকৃত হয়েছে। সে সময়ে গ্রামীণ গৃহস্থালিতে জ্বালানির বড় অভাব। গ্যাস সংযোগ আজকের মতো এত সম্প্রসারিত ছিল না। আজ যেমন গ্যাস সিলিন্ডার পাওয়া যায়, তখন তা ছিল না। অবাধে বৃক্ষ নিধন হতো। সে সময় বৃক্ষরোপণ নিয়েও বড় প্রচার হয়েছিল। সেই সংকটের সময়টাতে যখন বায়োগ্যাসের প্রতিবেদন তুলে ধরলাম, তখন মানুষের বাড়তি আগ্রহ তৈরি হলো।

তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘কৃষি কৌশল’-এ বায়োগ্যাস প্লান্ট কীভাবে বানানো যায় তার আদ্যোপান্ত দেখানো হয়েছিল একাধিক প্রতিবেদনে। নব্বইয়ের দশকের মাঝামাঝি তখন এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন কামরুল ইসলাম সিদ্দিকী। প্রয়াত কামরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে তখন এ বিষয়ে আমার একাধিক বৈঠক হয়। তিনি বাংলাদেশের উপজেলা পর্যায়ে বায়োগ্যাসের প্রদর্শনী প্লান্ট তৈরির উদ্যোগ নেন। অনেক উপজেলায় বায়োগ্যাস প্লান্ট তৈরি হয়েছিল অবস্থাশালী কৃষকের বাড়িতে। তখন ক্যাম্পেইনটা শক্তিশালী ছিল বলে বায়োগ্যাস প্লান্ট সারা দেশে সম্প্রসারিত হয়েছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি কৌশলের এমন বহু সাফল্যজনক প্রচার রয়েছে। আমাদের মতো দেশে দূরশিক্ষণ পদ্ধতির দারুণ উপযোগিতা রয়েছে। এ দেশে একটি ‘দূরশিক্ষণ’ টেলিভিশন থাকা খুব দরকার। এতে আমাদের দেশে কারিগরি শিক্ষার আরও বেশি সম্প্রসারণ হতো। এতে আরও বেশি দক্ষ জনশক্তি তৈরি হতো। ড. শমশের এই গুরুত্বটুকু বুঝতে পেরেছিলেন বলেই দূরশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছিলেন। পাঠক একবার ভাবুন তো, ২০২০-২১ সালে করোনা পরিস্থিতিতে উন্মুক্ত, দূরশিক্ষণ তথা ই-শিক্ষণ কী চমৎকার ভূমিকা রেখেছে আমাদের শিক্ষা ব্যবস্থায়!

সেই ১৯৯২ থেকে ২০২৩, চোখের পলকেই ৩১টি বছর পার হয়ে গেল উন্মুক্ত ও দূরশিক্ষণে দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় বাউবি। বর্তমান উপাচার্য আন্তর্জাতিক গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বাউবিকে এগিয়ে নিতে বহিঃবাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগাম ও ত্বরিত কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন।

তিনটি সফল অধ্যায় পার করল বাউবি। স্মৃতি-বিস্মৃতির এই প্রতিষ্ঠান আমাকে উৎসাহ দেয়, ভাবায় আবার আন্দোলিত করে এখনো। সে সময় ‘কৃষি কৌশল’ করার সুবাদেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য আমি এখনো। আমাদের পথচলা ও জীবনের বিকাশেও ওই সময়টির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একসময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যামেরাম্যান হিসেবে যোগদান করে আমার ছোট ভাই নজরুল। নজরুল মৃত্যুর আগ পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল।

ফলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা সেতুবন্ধন সব সময় ছিল। তার মৃত্যুর পর সেই বন্ধনটা আর নেই। তবে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রামগঞ্জে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থানীয় পর্যায়ের ভবন দেখে মনে পড়ে যায় প্রতিষ্ঠানটির সূচনার সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ কিছু অংশ জড়িয়ে আছে।

শাইখ সিরাজ : পরিচালক ও বার্তাপ্রধান, চ্যানেল আই।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আফ্রিদির পছন্দের কেএফসির চিকেন আনল পরিবার, মেলেনি অনুমতি

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় : মুহাম্মদ শাহজাহান

ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

চার বিভাগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

নুরের ওপর হামলার প্রতিবাদ জানাল ঢাবি সাদা দল 

১০

জাতীয় পার্টি কি নিষিদ্ধ হচ্ছে?

১১

‘আমার কিডনিতে অপারেশন, স্ত্রী অন্তঃসত্ত্বা’ বলে আদালতে জামিন চান আফ্রিদি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, ফুটো পাইপ মেরামতে নেমেছে ওয়াসা

১৩

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে : মির্জা ফখরুল

১৪

আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারোর নেই : সালাহউদ্দিন

১৫

নুরের ওপর হামলায় কোন দল কী প্রতিক্রিয়া জানাল

১৬

বর্ণাঢ্য আয়োজনে জবির লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত

১৭

ঢাকা দক্ষিণ বিএনপির ২০টি থানায় নতুন আহ্বায়ক কমিটি 

১৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৬৭ জন

১৯

গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল, পুলিশের লাঠিচার্জে নেতা আহত

২০
X