রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৮:১৪ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশ থেকে সরকারকে যে সিগন্যাল দেবে বিএনপি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা আব্বাস। ছবি : কালবেলা
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা আব্বাস। ছবি : কালবেলা

সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি।

বিএনপি মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই মহাসমাবেশে ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা ঢাকায় এসেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘এই সমাবেশের মধ্য দিয়ে জনগণ এ সরকারকে সিগন্যাল দেবে ক্ষমতা ছাড়। এনাফ ইজ এনাফ। জনগণ এই সরকারকে আর চায় না।’

আরও পড়ুন: সমাবেশে যে ২৩ শর্ত দিল পুলিশ

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে ২৩ শর্তে সমাবেশ করার অনুমতি দেয়।

এদিকে মহাসমাবেশের বিষয়ে ডিএমপির অনুমতির পর বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি মহানগর নেতাদের নিয়ে বৈঠকে বসেন। এতে মহাসমাবেশ প্রস্তুতি কমিটি ও শৃঙ্খলা কমিটির সদস্যরা ছিলেন।

মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আমরা মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। দলের নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনা সহকারে শান্তিপূর্ণ এই মহাসমাবেশে দলে দলে যোগ দেবেন। বিলম্বে হলেও আগামীকালের মহাসমাবেশে পুলিশ কর্তৃপক্ষের ইতিবাচক ভূমিকার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে আবারও আহ্বান জানাই, আপনারা আগামীকাল নয়াপল্টনস্থ বিএনপির মহাসমাবেশের নিরাপত্তা বিধানে যথাযথ সহযোগিতা করবেন।

তিনি বলেন, আমি আশা করি সমাবেশে আসার পথে জনগণ ও বিএনপির নেতাকর্মীদের কোনো প্রকার বাধা প্রদান করা হবে না। একইসঙ্গে গত দুদিনে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও জানান তিনি।

অন্যদিকে মহানগর বিএনপি উত্তর আমান উল্লাহ আমান বলেন, আমরা বিশ্বাস করি, শুক্রবার নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হবে। আমাদের এই সমাবেশ হবে শান্তিপূর্ণ সমাবেশ।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দাবিতে বিকেল তিনটায় গণতন্ত্র মঞ্চ পুরানা পল্টন মোড়ে, ১২ দলীয় জোট ফকিরাপুল পানি ট্যাংকের কাছে, জাতীয়তাবাদী সমমনা জোট বিজয়নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে, গণফোরাম-পিপলস পার্টি আরামবাগে গণফোরাম চত্বরে, এলডিপি পূর্ব পান্থপথে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে, গণঅধিকার পরিষদ (নূর) ফকিরাপুল কালভার্ট রোডে, এবি পার্টি বিজয়নগরে, বাংলাদেশ লেবার পার্টি বিজয়নগরে, এনডিএম মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সামনে ও সাধারণ ছাত্র অধিকার পরিষদ শাহবাগের মোড়ে সমাবেশ করবে। সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।

এ ছাড়া যুগপৎ আন্দোলনের বাইরে সরকার পদত্যাগের দাবিতে এবি পার্টি সকাল সাড়ে ১১টায় সমাবেশ করবে বিজয়নগর সড়কে দলীয় কার্যালয়ের সামনে।

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে এক দফার ঘোষণা দেয়। এই একদফার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান। এক দফা দাবিতে গত ১৮ ও ১৯ জুলাই সারা দেশে মহানগর ও জেলায় পদযাত্রার পর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি করছে।

বিএনপিসহ সমমনা জোটগুলো মহাসমাবেশের তারিখ ছিল আজ ২৭ জুলাই। কিন্তু বিএনপিকে নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ মহাসমাবেশের অনুমতি না দিয়ে গোলাপবাগে সমাবেশ করার অনুরোধ জানালে গতকাল রাতে বিএনপিসহ সমমনা জোটগুলো মহাসমাবেশের ঘোষিত তারিখ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিআইটি মডেল’ বাস্তবায়ন দাবিতে উত্তাল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

প্রতিদ্বন্দ্বিতামূলক উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি : প্রিন্স

তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক

কুমিল্লায় ৩ খুনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান-মেম্বার

চালের দাম নিয়ে সুখবর দিলেন খাদ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ইসলামি সংগঠনের প্রতিনিধির সঙ্গে ছাত্রশিবিরের সভা

প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন : ধর্ম উপদেষ্টা

বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি না করার আহ্বান সাকির

বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হামলা

আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

১০

ব্লাকমেইল করে সাংবাদিকের কাছে চাঁদা দাবি

১১

বিমানের ডানা থেকে লাফ দিয়ে আহত ১৮

১২

ইবিতে মাস্টার্সে পুনঃভর্তি / ছাত্রদল নেতাদের বিশেষ বিবেচনা, অন্যদের ক্ষেত্রে বঞ্চনা!

১৩

তানভীরের ফাইফারে সিরিজে সমতায় ফিরল টাইগাররা

১৪

প্রজাতন্ত্র নির্মাণে নতুন রাজনৈতিক ইশতেহার প্রয়োজন: জেএসডি 

১৫

চসিক মেয়রের সঙ্গে কানাডার ফেডারেল এমপির বৈঠক

১৬

যে কারণে জোতার শেষকৃত্যে ছিলেন না রোনালদো

১৭

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার কালবেলার সাংবাদিক

১৮

উল্টোরথে শেষ হলো রথযাত্রার মহোৎসব

১৯

আশুরায় শুধু কারবালার নয়, রয়েছে আরও যত ঘটনা

২০
X