কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

তিন আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান সিপিবির 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ছাত্র-জনতা হত্যার বিচার, রাজপথে থেকে বিভিন্ন বাহিনী প্রত্যাহার করে সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করা, গ্রেপ্তার-নির্যাতন-হয়রানি বন্ধ এবং হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আগামী ৩ আগস্ট শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (১ আগস্ট) সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন এক বিবৃতিতে দেশবাসীর প্রতি এই কর্মসূচি সফল করার আহ্বান জানান।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল (৩১ জুলাই) সরকারের পদত্যাগের দাবিতে ৩ আগস্ট দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি। একই সঙ্গে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে যুক্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।

সিপিবি সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, সভা-সমাবেশ করার অধিকার খর্ব করে, হামলা ও গ্রেপ্তার করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না।

বিবৃতিতে নেতারা বলেন, ছাত্রসমাজের দাবি মেনে না নিয়ে নানা ধরনের নির্যাতন করে এই আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠকদের নানা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে পিছু হটানোর যে অপচেষ্টা সরকার করছে তা সংকটকে আরও গভীর করে তুলছে। দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে তা নজিরবিহীন। দেশে চলমান ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ধরনের বয়ান সামনে আনা হচ্ছে। সচেতন দেশবাসী শাসকগোষ্ঠীর এ ধরনের বয়ানকে প্রত্যাখ্যান করে এসেছে।

বিবৃতিতে নেতারা সারা দেশে চলমান আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে একাত্ম হয়ে ধ্বংসযজ্ঞের জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত করে বিচার এবং সরকারের পদত্যাগ ও দুঃসাশনের অবসানে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ট্যাবলেট কখন ও কীভাবে খাবেন

সুন্দরবনে ফুট ট্রেইলে ঘুরছে বাঘ

ফ্রান্সে নতুন সরকার গঠন করলেন লেকর্নু

ক্লাসের ফাঁকে ‘চা খেতে’ গিয়ে ধরা ইবি ছাত্রলীগ নেতা

টেরিটরি ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ

১৩ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

১৩ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

অ্যাপ্লায়েন্স বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১০

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

ধর্ষণচেষ্টার অভিযোগে কওমি মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

১২

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

১৩

সৌদির সঙ্গে ঘেঁষতে চায় লেবাননের ইরানপন্থি গোষ্ঠী

১৪

মদ পানে মহাসর্বনাশ, ৬ জনের মৃত্যু

১৫

ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন ছোট ভাই মির্জা ফয়সল

১৬

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

১৭

মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর হেলিকপ্টার টহল

১৮

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনাসভা

১৯

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

২০
X