বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত নেত্রকোনার দুই শহীদের পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফর ইউনিয়নের বাসিন্দা শহীদ আলী হায়দার ও দলপা ইউনিয়ের বাসিন্দা শহীদ খোকনের পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন এ্যাবের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি)।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই দুজনের কবর জিয়ারত করেন। এসময় তার সঙ্গে কেন্দুয়া-আটপাড়ার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ খোকনের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর যাবতীয় খরচ বহন করা হবে বলে সংশ্লিষ্ট পরিবারকে আশ্বস্ত করেছেন ইঞ্জিনিয়ার মো. মোস্তাফা-ই জামান সেলিম।
মন্তব্য করুন