যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এক দফা দাবিতে আগামী সোমবার (৩১ জুলাই) নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
কর্মসূচি অনুযায়ী, সোমবার (৩১ জুলাই) সারাদেশের সব মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।
ফখরুল বলেন, ‘আজ রাজধানীতে যে অত্যাচার–নিপীড়নের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আগামী পরশু সোমবার সারা দেশে, সব মহানগর, জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই (রোববার) আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি, আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব, গণতান্ত্রিক কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না।’
বাসে আগুন লাগানোর ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও এজেন্সির লোকেরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই বিষয়টি পুরো পরিকল্পিত বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘অনেকেই বলছেন যে, মার্কিন ভিসা নীতির কারণে নিজেদের রক্ষা করতে পুলিশ আপ্যায়ন করেছে। তা ছাড়া গয়েশ্বর চন্দ্র রায় রাজনীতির মধ্যেই গড়ে উঠেছেন। আর আমান উল্লাহ আমানের রাজনৈতিক পরিচয় দেওয়ার কিছু নেই। তাদের সবাই চেনেন। আসলে আন্দোলনকে রুখে দিতে গুণ্ডাবাহিনি ষড়যন্ত্র করছে।’
আরও পড়ুন: এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।
এদিকে বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রোববার (৩০ জুলাই) সারা দেশের সব জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।
শনিবার (২৯ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ কর্মসূচির ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল রোববার সারা দেশের সব জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও সন্ত্রাসী বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি নির্বাচন পর্যন্ত চলমান থাকবে।
মন্তব্য করুন