আগামী ৩ সেপ্টেম্বর সারা দেশে সকল নদী, নালা, খাল, বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় মৎস্যজীবী দল।
গত মঙ্গলবার (২১ আগস্ট) জাতীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে গৃহীত কর্মসূচি সম্পর্কে জানান।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যৌথ সভায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।
ওই কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়ন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সকল জেলা/মহানগর এবং তদঅধীনস্থ ইউনিট সমূহকে অবগত করা হয়েছে।
তাছাড়াও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালনে বিএনপির জেলা/মহানগর এবং তদঅধীনস্থ ইউনিটের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবদেরকে অন্তর্ভূক্তিরকরণের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করতে মৎস্যজীবী দলকে নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন