

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম নাম ঘোষণা করেন।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন। তিনি এবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এর আগে তিনি বগুড়া-৬ সদর থেকেও নির্বাচন করতেন। কিন্তু সেই আসন তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছেড়ে দিয়েছেন। এজন্য এবার বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচন করছেন তারেক রহমান।
বিএনপির এই শীর্ষ নেতারা বগুড়া থেকে নির্বাচন করার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বগুড়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
বগুড়ায় ৭টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাচিয়া) আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোশারফ হোসেন এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়া-৬ (সদর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনটিতে প্রার্থী ঘোষণা না করে স্থগিত রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা আন্দোলনের শরীক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে আসনটি ছেড়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন : বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ
এদিকে মনোনয়ন ঘোষণার পর রাতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সাতমাথা প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে রেজাউল করিম বাদশা এই মনোনয়নকে বগুড়ার সর্বস্তরের মানুষের জন্য খুশির সংবাদ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই খবর পাওয়ার পরপরই তারেক রহমানকে টেলিফোন করে বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বগুড়াবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।
আরও পড়ুন : বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল
রেজাউল করিম বাদশা আরও বলেন, ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবে। আমরা আশা করছি, বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন। এই মুহূর্ত থেকেই ধানের শীষের পক্ষে কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন