জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও তার সহধর্মিণী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আগামী ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও তার সহধর্মিনী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ নেতাদের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আগামী ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচিগুলো হলো- ১। আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ২। রোববার (২১ সেপ্টেম্বর), শনিবার মহানগর দক্ষিণের আওতাধীন সকল থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন