কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণকে সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পাহারা দেবে বিএনপি : আমিনুল হক 

অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা
অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। ছবি : কালবেলা

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পাহারা দিবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকেলে পল্লবী থানা যুবদলের উদ্যোগে রাজধানীর রূপনগরের আরামবাগ ও চলন্তিকার মোড়ে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রতি প্যাকেটে ৫ কেজি চাউল, ১ কেজি আলু, মসুর ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার ও ১ কেজি পিঁয়াজ রয়েছে।

আমিনুল হক বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজাকে ঘিরে কোনো দুষ্কৃতকারী, অনুপ্রবেশকারী আওয়ামী লীগ যাতে কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি পূজা মণ্ডপে দলের নেতাকর্মীরা পাহারায় থাকবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে তাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সহায়তা করবো। হিন্দু ভাইয়েরা, তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশি। তাদের সহায়তা করা আমাদের নৈতিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমরা দেশে এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই, যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সেই জবাবদিহিতার সরকার দেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবে।

পল্লবী থানা যুবদলের আহ্বায়ক আলহাজ নূর সালামের তত্ত্বাবধানে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মেরাজ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনি, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্মআহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্মআহ্বায়ক আব্দুর রহমান, আনিছুর রহমান, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসনাত তুহিন, খায়রুল আলম নয়ন, পল্লবী ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তপন, সহসভাপতি মো. এনামুল হক, পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, ছাত্রদল রুপনগর থানার সভাপতি মনিরুজ্জামান রনি, ছাত্রদল পল্লবী থানার সভাপতি খন্দকার জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে আমিনুল হক পল্লবীতে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন। কেন্দ্রীয় ছাত্রদল নেতা সাজিদ আহমেদ সুমনের তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যোগসাজশ / ইরাকের অলিম্পিক কমিটির প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ভিন্নরূপে শাকিব খান

তামা না পিতল, প্রতিদিনের ব্যবহারে কোন বাসনটি স্বাস্থ্যের জন্য ভালো?

‘ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন’

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এই ৪ ভুল করছেন? তাহলে নিজেই ত্বকের ক্ষতি ডেকে আনছেন

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

১০

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

১১

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

১২

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

১৩

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৪

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

১৫

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

১৬

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

১৭

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

১৮

বিশ্ব ডিম দিবস আজ

১৯

ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

২০
X