জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সংগঠনটির বর্তমান সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান। সংগঠনের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তবে এর নেপথ্যে অন্য কারণ রয়েছে বলে ছাত্রদলের নেতারা জানিয়েছেন। তাদের দাবি, শ্রাবণ শারীরিকভাবে সুস্থ আছেন এবং আজ তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়েও গেছেন। এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেতারা বলেন, ছাত্রদল সভাপতি শ্রাবণ সংগঠনের মধ্যে গ্রুপিং জিইয়ে রেখেছেন। যার কারণে সরকারবিরোধী চলমান আন্দোলনে এর বিরূপ প্রভাব পড়ছে। এ ছাড়া গত ২ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলেও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার রেশ পরবর্তীতেও অব্যাহত থাকে, যা একপর্যায়ে দলের হাইকমান্ডেরও নজরে আসে। এ জন্য ছাত্রদল সভাপতিকে দায়ী করেন অনেকে।
আরও পড়ুন : রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
তাছাড়া গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতেও ছাত্রদলের নেতাকর্মীরা সেভাবে নামেননি। এ জন্য সংগঠনের সাধারণ সম্পাদকের সঙ্গে সভাপতির সাংগঠনিক ব্যর্থতাকেও দায়ী করা হয়। তাছাড়া ছাত্রদল সভাপতির ওইদিন ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা এলাকায় থাকার কথা ছিল। অভিযোগ উঠেছে, তিনি সেখানে যাননি। বিকেলের দিকে তিনি খিলক্ষেত এলাকায় ঝটিকা মিছিল করেন। বিএনপির অবস্থান কর্মসূচিতে দায়িত্বে অবহেলার কারণেই মূলত শ্রাবণের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে দাবি অনেকের।
এদিকে সরকারের পদত্যাগের একদফার আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে, সে সময় আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত ছাত্রদলের সভাপতিকে এভাবে সরিয়ে দেওয়ার ঘটনাকে ভালোভাবে নেননি অনেকে। তাদের মতে, এই মুহূর্তে ছাত্রদল সভাপতিকে সরিয়ে দেওয়ার বিরূপ প্রভাব পড়তে পারে আন্দোলনে। এ ঘটনায় ছাত্রদলে কোন্দল আরও ঘনীভূত হবে। শ্রাবণ সংগঠনের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার বলে দাবি অনেকের।
তবে এ বিষয়ে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন