শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের কেন্দ্র করেই চলবে ছাত্রদলের রাজনীতি : নাছির উদ্দীন 

রাষ্ট্র সংস্কারের ৩১দফার বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন নাছির উদ্দীন । ছবি : কালবেলা
রাষ্ট্র সংস্কারের ৩১দফার বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছেন নাছির উদ্দীন । ছবি : কালবেলা

শিক্ষার্থীদের অংশীদারত্বের ভিত্তিতে তাদের কেন্দ্র করেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি চলবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজবাড়ী সরকারি কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে গিয়ে এ কথা জানান তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ছাত্রদল কোনো রাজনীতি করবে না। ’২৪-র জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কীভাবে আরও ইতিবাচক ও কল্যাণমুখী করা যায়, সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারত্ব ও মতামতের ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত করতে। আমরা মনে করছি, শিক্ষার্থীদের অংশীদারত্বের ভিত্তিতেই ছাত্রদলের রাজনীতি চলবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে ছাত্রদল ভবিষ্যতে আর কোনো রাজনীতি করবে না।

৩১ দফা নিয়ে এ সময় তিনি বলেন, গত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের মতামত দিতে পারেনি। বাংলাদেশের মানুষকে জিম্মি করে গত ১৫ বছর ক্ষমতায় ছিলো খুনি হাসিনা সরকার। ’১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ’১৮ সালের নির্বাচন, ’২৪-এর ডামি নির্বাচন নির্বাচন হয়েছিল যেটি মানুষ প্রত্যাখ্যান করেছে। প্রতিটি নির্বাচনের সময় প্রতিটি ডিপার্টমেন্টকে দলীয়করণ করা হয়েছে। তার বিপরীতে মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে রাষ্ট্রকে কোন চোখে দেখতে চায়, সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১টি দফা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করছি। তাদের মতামত নিচ্ছি। আমাদের ৩১ দফা চিন্তাভাবনার সঙ্গে মৌলিক কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে মেইল এবং হোয়াটসঅ্যাপে মতামত দেওয়া যাবে। ইতোমধ্যে আমি ১০০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারাও শত শত মতামত ব্যক্ত করছে আমাদের।

ছাত্রলীগ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, অতীতে খুনি সংগঠন, যে সংগঠন সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে। যেহেতু ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার ফসল ছিলো খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। যেহেতু এই সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়েছে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ছাত্রদল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকে আমরা স্বাগত জানাই। ছাত্রদল ছাত্রলীগের মতো কখনো রাজনীতি করবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে।

এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে মতামত শুনতে চান নাছির উদ্দীন। সামিরা রহমান নামের কলেজটির এক নারী শিক্ষার্থী প্রশ্ন করেন, ছাত্রলীগের মতো জোর-জবরদস্তি করে রাজনীতি করবে কিনা ছাত্রদল? এই প্রশ্নের জবাবে নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রদল কখনো ছাত্রলীগের মতো জোর-জবরদস্তি করে রাজনীতি করেনি, করবেও না। এ রকম কোনো অভিযোগ যদি থাকে, তাহলে আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দখলদারিত্বভিত্তিক গতানুগতিক ছাত্ররাজনীতির অবসান সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্ররাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা দেশের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের রাজনীতির অংশীদার করতে চাই৷ যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুষ্ঠু রাজনীতিচর্চার মধ্য দিয়ে আগামী দিনে পূর্ণাঙ্গ নাগরিকে পরিণত হতে পারেন, দেশপ্রেমিক হয়ে উঠতে পারেন৷ আমাদের বিশ্বাস, এর ফলে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের যাত্রা বেগবান হবে৷ রাজবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজবাড়ী সরকারি কলেজে এ সময় ৩১ দফা বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। পরে কলেজের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান, সদস্য সচিব শাহীনুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১০

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১১

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১২

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৩

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৪

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৫

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৬

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৭

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৮

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৯

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

২০
X