ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এই সরকারের বিরুদ্ধে জনগণ ইতোমধ্যে রাস্তায় নেমেছে। সরকার বিদায় না নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না।
শুক্রবার (১১ আগস্ট) সরকারের পদত্যাগের একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মঈন খান।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। বিএনপির সঙ্গে এটা দেশবাসীরও চাওয়া।
মঈন খান বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে নির্বাচন হতে হবে। সরকার অবিলম্বে এই দাবি না মানলে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে দাবি মানতে বাধ্য করবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং তানভীর আহমেদ রবিন ও লিটন মাহমুদের যৌথ পরিচালনায় গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ নেতারা।
মন্তব্য করুন