কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দূতাবাসে হামলার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

দূতাবাসে হামলার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
দূতাবাসে হামলার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

ভারতীয় আগ্রাসন, বাংলাদেশ দূতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সূত্রাপুর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) থেকে এই পদযাত্রাটি শুরু হয়। এরপর লক্ষ্মীবাজার হয়ে কাঠেরপুল ইসকন নামহট্ট মন্দিরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাহাদুর শাহ পার্কে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অপর্ণা রায় দাস।

তিনি বলেন, জাতীয় পতাকা আমাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। এই পতাকার অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ দূতাবাসে হামলা আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান। আমরা এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ন্যায়সঙ্গত প্রতিবাদ করব।

তিনি আরও বলেন, আমাদের একতার মাধ্যমে এই ধরনের আগ্রাসন ও অপমানের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিতে হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় আমাদের সজাগ থাকতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সূত্রাপুর থানা শাখার সভাপতি উত্তম দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন দাসের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতার হোসেন, নাসিমুল গনি, যুবদলের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সিমান্ত দাস, সুহৃদ দাস, দেবব্রত দাস প্রমুখ।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল নাগরিকের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।

বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন; বিশেষ করে তরুণ সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের দাবি এই কর্মসূচি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে- যা ভবিষ্যতে এ ধরনের প্রতিবাদ আরও জোরদার করার ক্ষেত্রে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

এশিয়া কাপের আগে জার্সি স্পনসর হারানোর শঙ্কায় ভারত দল

১০

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

১১

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

১২

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

১৩

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

১৪

প্রপাগান্ডা ছড়ানোর আগে পরামর্শ নিতে বললেন শিবির প‍্যানেলের সর্ব মিত্র!

১৫

মালয়েশিয়ায় নামাজ আদায় করে কার্যক্রম শুরু করলেন নাহিদ

১৬

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

১৭

এবার নাহিদা-সোবহানারাও হারল যুবাদের কাছে

১৮

গুম-খুনের জন্য হাসিনার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১৯

৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

২০
X