কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল : নুরুল হক 

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় কথা বলেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় কথা বলেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আগামী ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলের ঘোষণা দেন। কাউন্সিল উপলক্ষে চার সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়, এতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফকে প্রধান নির্বাচন কমিশনার, ওমর ফারক ম্যান্ডেট, মাহবুবুর রহমান ও রোকেয়া জাবেদ মায়াকে নির্বাচন কমিশনার করা হয়।

প্রতিনিধি সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা সবাই শ্রমিক, সেটা প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী হোক। এমপি, মন্ত্রীরাও শ্রমিক, তারাও বেতন নেন, হয়তো কাজের ধরন ভিন্ন। বাংলাদেশ শ্রমিক অধিকার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত কয়েক বছর তরুণ ছাত্র, যুব, শ্রমিকরা যে ঐক্য গড়ে তুলেছিল তার ফলেই কিন্তু ২০২৪-এর গণঅভ্যুত্থান। জুলাই ঘোষণাপত্রে গত ১৫ বছরে বিরোধী মতের সবার ত্যাগকে লিপিবদ্ধ করতে হবে। শুধু জুলাই গণঅভ্যুত্থানে আহত কিংবা নিহতদের পরিবারকে নয়। গত ১৫ বছরে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছে তাদেরও সহযোগিতা করতে হবে, যারা জীবন দিয়েছিল তাদের পরিবারকেও সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, গত তিনটি জাতীয় নির্বাচন ছিল জালিয়াতির নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচন। ২০০৮ সালেও ভারতের সাথে হাত মিলিয়ে পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আওয়ামী লীগ আলেমদের নানাভাবে নিপীড়িত করেছে, নির্যাতন করেছে। আওয়ামী লীগের হাত থেকে রাজনীতিবিদ, শিক্ষক, আলেম, সাংবাদিক- কেউ রেহাই পায়নি। তারা আবার যদি ফিরে তাহলে ভয়ংকর রূপে ফিরবে। গণঅভ্যুত্থানের শক্তিগুলোর উচিত ছিল গণহত্যায় জড়িতদের শহীদ মিনারে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা। কারণ তারা ভয়ংকর রূপে ফেরার পাঁয়তারা করছে। ছাত্রদের উচিত ছিল আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা, কিন্তু সবাই ভাগবাটোয়ারা, ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, শতাধিক পণ্যের ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে সরকার জুলুম শুরু করেছে। অনতিবিলম্বে এই ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করতে হবে। সরকারকে বলব, হাসিনার স্টাইল ফলো করবেন না, তাহলে পরিণতিও হাসিনার মতো হবে। আপনারা রাষ্ট্র সংস্কারের আগে আওয়ামী হাইকমান্ড ও শেখ পরিবারের গুণ্ডাদের গ্রেপ্তার করে দেখান, আ.লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করে নিজেদের সাহসিকতার পরিচয় দেন। এখনো কেন জনগণের বুকে গুলি চালিয়ে হত্যাকারী পুলিশ, র‍্যাব ও বিজিবির সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলো না? সরকার ও প্রশাসন থেকে কেন আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদের সরানো হচ্ছে না? এগুলো না করে রাষ্ট্র সংস্কারের গল্প বন্ধ করুন। রাষ্ট্র সংস্কারে প্রথম শর্ত গণহত্যার বিচার। আর এই বিচার করতে হলে হাসিনা ও কাদেরকে দেশে ফিরিয়ে আনতেই হবে। সে বিষয়ে আপনাদের উদ্যোগ নেই কেন?

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান বলেন, শ্রমিক অধিকার পরিষদের লড়াই একটি শ্রমিকবান্ধব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই, যে রাষ্ট্র হবে একটি আদর্শ পরিবারের মতো। যেখানে সব মানুষের মৌলিক চাহিদা নিশ্চিতকরণের অঙ্গীকার থাকবে।

সভায় সঞ্চালনা করেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ। সভায় বক্তব্য দেন-গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, মাহফুজুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সহসভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন কাশিমপুর কারা কর্তৃপক্ষের

খালেদা জিয়া একটি দলের নেতা নন, দেশের নেতা : পররাষ্ট্র উপদেষ্টা

পে কমিশনের সভা নিয়ে নতুন সিদ্ধান্ত

বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

কনকনে ঠান্ডায় শরীর গরম রাখতে খেতে পারেন এই ৩ খাবার

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার

চট্টগ্রামে পোস্টাল ভোটের নিবন্ধন ছাড়াল ৪৭ হাজার

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বুধবার ঢাকেশ্বরীতে বিশেষ প্রার্থনা

সাইফুল আলম নীরবকে বহিষ্কার করল বিএনপি

আপসহীন নেত্রীর মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া

১০

মনে হচ্ছে মাথার ওপর থেকে বটগাছ সরে গেল : জুয়েল চৌধুরী

১১

বাণিজ্যমেলার তারিখ পরিবর্তন

১২

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যানের শোক

১৩

এনসিপির নারী প্রার্থীকে পুড়িয়ে মারার হুমকি

১৪

হান্নান মাসউদের আসনে প্রার্থী হলেন তার বাবা

১৫

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে চলবে বিশেষ মেট্রোরেল

১৬

দুপক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

১৭

খালেদা জিয়ার মৃত্যুতে মুশফিকুর রহমানের শোক প্রকাশ

১৮

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রূপালী ব্যাংক পর্ষদের দোয়া

১৯

খালেদা জিয়ার ত্যাগ রাজনীতির ইতিহাসে নজিরবিহীন : বেবী নাজনীন

২০
X