কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে’

মির্জা আব্বাস। পুরোনো ছবি
মির্জা আব্বাস। পুরোনো ছবি

স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘অনেকেই বলছেন, বিএনপি নাকি ওয়ান-ইলেভেন আনার স্বপ্ন দেখছে, পাঁয়তারা করছে।’ ৫ আগস্টের পর যদি বিভেদ-সংঘাত করতে থাকেন, তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোনো দিন ফিরবে না।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি ওয়ান-ইলেভেন আনার পাঁয়তারা করছে’ এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দলটির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সবচেয়ে বেশি নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে বিএনপি ও তার কর্মীরা। এর পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত এর রোষানল থেকে রেহাই পায়নি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।

মির্জা আব্বাস বলেন, দেশ নিয়ে বিএনপি পরিবারের যত ত্যাগ, এটা যদি কেউ ভুলে যায়, তাহলে মনে হয় ঠিক হবে না। এতে জাতির প্রতি ও এ পরিবারের প্রতি অন্যায় করা হবে।

তিনি বলেন, অনেকেই বলেন, ‘নতুন একটা দল হচ্ছে সেটাকে বিএনপি নাকি জেলাস করছে’- এটা যারা বলছে, তারা দেশের শত্রু। দল হবে কি হবে না? সেটা নির্ভর করে যারা দল করবেন। দল ঘোষণা হওয়ার পরে বিএনপি কী করে সেটা দেখবেন, আমরা সেটাকে স্বাগত জানাই।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠন করবেন, প্রয়োজনে আমরা সহযোগিতা করব। কিন্তু উল্টোপাল্টা কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন।

মির্জা আব্বাস বলেন, একটি দল নাম বলব না, কথায় আছে না, গাছে কাঁঠাল গোঁফে তেল! সে অবস্থা তাদের। ভাব দেখে মনে হয়, কিছুই বোঝে না, ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মাঝে মাঝে টুপ করে বিএনপির বিরুদ্ধে একটা দুটো কথা বলে ফেলে।

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা সংশোধন

কর্মবিরতিতে ভেঙে পড়েছে টিকাদান কর্মসূচি

আ.লীগ নেতাকে ছিনতাই, ২২০ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

১০

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

১১

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

১২

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

১৩

শিক্ষক দিবসে ক্যানসারে নিভল ‘জালাল স্যারের’ প্রাণ

১৪

জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

১৫

সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি : আবু সাইদ সাগর কারাগারে 

১৬

শেষ ম্যাচে আফগানদের ১৪৩ রানে থামাল বাংলাদেশ

১৭

ইসলামকে যথাযথভাবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে : জামায়াত আমির

১৮

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ : সারজিস

১৯

রাষ্ট্রের উন্নয়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : শিমুল বিশ্বাস 

২০
X