কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে লুটের বাজারে পরিণত করা হয়েছে : সাইফুল হক

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা। ছবি : কালবেলা
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা। ছবি : কালবেলা

ক্ষমতাসীনদের সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার চরম স্বেচ্ছাচারীভাবে দেশ চালাতে গিয়ে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে। মানুষের জীবনের ত্রাহী ত্রাহী অবস্থা। জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তারা আজ দেশ ও জনগণকেই বাজি ধরেছে। দেশকে এখন লুটের বাজারে পরিণত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। দলের সাবেক সভাপতি খন্দকার আলী আব্বাসের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এই স্মরণসভা হয়।

সাইফুল হক বলেন, আদর্শ ও নীতিহীনতায় রাজনীতিকে এক ধরনের বাণিজ্যে পরিণত করা হয়েছে। রাজনীতিকে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিণত করেছে। ক্ষমতায় থাকলে এখানে যা খুশি তাই করা যায়।

তিনি বলেন, সরকার ও সরকারিদলের জেদ-দম্ভে এবং বিরোধীদের ওপর দমনপীড়ন আর রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি গৃহযুদ্ধাবস্থার আশঙ্কা বাড়িয়ে তুলছে; বাড়ছে নানা অপশক্তির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের। এই পরিস্থিতির দায়-দায়িত্ব পুরোপুরি সরকার-সরকারি দলকেই বহন করতে হবে। চলমান গণআন্দোলনে মাঠের লড়াইয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক।

প্রয়াত খন্দকার আলী আব্বাসের স্মৃতিচারণ করে সাইফুল হক বলেন, বিদ্যমান পরিস্থিতিতে খন্দকার আলী আব্বাসের মতো সংগ্রামী আর ত্যাগী রাজনীতিকদের আজ অনেক বেশি প্রয়োজন। তিনি বলেন, খন্দকার আলী আব্বাসের বিপ্লবী জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

এর আগে দলীয় কার্যালয়ে খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ। এ ছাড়া সিপিবির মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির জাহিদ, জাতীয় মুক্তি কাউন্সিলের ডা. ফয়জুল হাকিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস, গণতান্ত্রিক বাম ঐক্যের ডা. শামসুল আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূইয়াসহ বিভিন্ন দল ও শ্রেণিপেশার নেতারাও আলী আব্বাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে সকালে ঢাকার নবাবগঞ্জে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু ও শাহাদাৎ হোসেন খোকনের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীরা খন্দকার আলী আব্বাসের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১০

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১১

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১২

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৩

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

১৪

নানা আয়োজনে গাকৃবিতে মৎস্য সপ্তাহ উদযাপন

১৫

বিপিএলের ফিক্সিং ইস্যুতে সতর্ক অবস্থানে তামিম

১৬

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু বুধবার

১৭

এবার সিলেটের উৎমাছড়া থেকে ২ লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

জমি রেকর্ড সংশোধনের মামলা দায়েরের শেষ সময় সেপ্টেম্বরে

১৯

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয়, জানেন কি?

২০
X