কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে লুটের বাজারে পরিণত করা হয়েছে : সাইফুল হক

সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা। ছবি : কালবেলা
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা। ছবি : কালবেলা

ক্ষমতাসীনদের সমালোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার চরম স্বেচ্ছাচারীভাবে দেশ চালাতে গিয়ে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে। মানুষের জীবনের ত্রাহী ত্রাহী অবস্থা। জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তারা আজ দেশ ও জনগণকেই বাজি ধরেছে। দেশকে এখন লুটের বাজারে পরিণত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। দলের সাবেক সভাপতি খন্দকার আলী আব্বাসের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এই স্মরণসভা হয়।

সাইফুল হক বলেন, আদর্শ ও নীতিহীনতায় রাজনীতিকে এক ধরনের বাণিজ্যে পরিণত করা হয়েছে। রাজনীতিকে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিণত করেছে। ক্ষমতায় থাকলে এখানে যা খুশি তাই করা যায়।

তিনি বলেন, সরকার ও সরকারিদলের জেদ-দম্ভে এবং বিরোধীদের ওপর দমনপীড়ন আর রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি গৃহযুদ্ধাবস্থার আশঙ্কা বাড়িয়ে তুলছে; বাড়ছে নানা অপশক্তির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের। এই পরিস্থিতির দায়-দায়িত্ব পুরোপুরি সরকার-সরকারি দলকেই বহন করতে হবে। চলমান গণআন্দোলনে মাঠের লড়াইয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে কার্যকরী ভূমিকা রাখার আহবান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক।

প্রয়াত খন্দকার আলী আব্বাসের স্মৃতিচারণ করে সাইফুল হক বলেন, বিদ্যমান পরিস্থিতিতে খন্দকার আলী আব্বাসের মতো সংগ্রামী আর ত্যাগী রাজনীতিকদের আজ অনেক বেশি প্রয়োজন। তিনি বলেন, খন্দকার আলী আব্বাসের বিপ্লবী জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

এর আগে দলীয় কার্যালয়ে খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ। এ ছাড়া সিপিবির মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির জাহিদ, জাতীয় মুক্তি কাউন্সিলের ডা. ফয়জুল হাকিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, ভাসানী অনুসারী পরিষদের বাবুল বিশ্বাস, গণতান্ত্রিক বাম ঐক্যের ডা. শামসুল আলম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূইয়াসহ বিভিন্ন দল ও শ্রেণিপেশার নেতারাও আলী আব্বাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে সকালে ঢাকার নবাবগঞ্জে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু ও শাহাদাৎ হোসেন খোকনের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীরা খন্দকার আলী আব্বাসের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত, আহত ৪

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন সাংবাদিক সম্পদ

দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই : শাকিল উজ্জামান

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

টাকা বাঁচাতে লেভানদোভস্কিকে গোল করতে মানা করেছিল বার্সা!

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

১০

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

১১

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

১২

রামপুরায় বাসে আগুন

১৩

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৪

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

১৫

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

১৬

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

১৭

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১৮

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১৯

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

২০
X