মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যক্তি সংস্কার ব্যতীত রাষ্ট্র সংস্কারের সুফল পাওয়া যাবে না’

যাত্রাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বৈঠকে ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
যাত্রাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বৈঠকে ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

ব্যক্তি সংস্কার ব্যতীত রাষ্ট্র সংস্কারের সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) যাত্রাবাড়ী মধ্য থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ব্যক্তি সংস্কার ব্যতীত রাষ্ট্র সংস্কারের কোনো সুফল জনগণ পাবে না। যতই সংস্কার করা হোক না কেন জাতির প্রত্যাশা পূরণ হবে। রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজন ব্যক্তি ও দলের সংস্কার। যে নেতা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট করে তার নৈতিকতার সংস্কার না করে রাষ্ট্রের সংস্কারে কোনো কল্যাণ পাওয়া যাবে না। যারা দুর্নীতি করে জনগণের সম্পদ লুট করে তারা চোর। চোর আর চোরের দল দিয়ে এ দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন হবে না। জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বের মতো সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। যারা জনগণের এক পয়সাও কখনো দুর্নীতি করেনি, করতে দেয়নি।

তিনি বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে এ দেশের ছাত্র-জনতাসহ সকল পেশাজীবী ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বিতাড়িত করেছে। জনগণের সেই প্রত্যাশিত বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আওয়ামী লীগ যেই শাসনব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করেছে সেই ব্যবস্থায় যে দলই ক্ষমতা আসুক না কেন বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন হবে না, করা যাবে না। তারাও ফ্যাসিস্ট হয়েই দেশ পরিচালনা করবে। এজন্য জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, মানুষের তৈরি মতবাদে আর কোন ব্যক্তি বা দলকে ভোট দিবে নাকি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের পক্ষে ভোট দিবে। চিরদিন শান্তিতে থাকতে হলে, শান্তি পেতে হলে অবশ্যই ইসলামের পক্ষে ভোট দিয়ে এ দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

এই জামায়াত নেতা বলেন, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আসলে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তারা কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন বুঝে না। তারা বুঝে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র আর পরিবারতন্ত্রের নামে মানুষকে ধোঁকা দিয়ে রাষ্ট্রের ও জনগণের সম্পদ লুট করতে। কোরআন নাজিল হয়েছে মানবজাতির সামগ্রিক জীবন ব্যবস্থা কল্যাণের পথে পরিচালনের নিদের্শ বা গাইডলাইন হিসেবে। কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি যত মতবাদ রয়েছে, আইন করা হয়েছে এসব রাষ্ট্র কিংবা সমাজের জন্য নয়, এসব ক্ষমতাসীনদের সুবিধার জন্য করা। ইসলামের যত বিধান রয়েছে এসব মানব জাতির কল্যাণে।

এসময় ড. শফিকুল ইসলাম মাসুদ বাছাইকৃত অগ্রসর কর্মীদের উদ্দেশ্যে বলেন, অগ্রসর কর্মীরা জামায়াতে ইসলামীর দিকে অগ্রসর হয়নি বরং ইসলাম ও আল্লাহর দিকেই অগ্রসর হয়েছে। রুকনিয়াতের শপথ নেওয়া ইমানের দায়িত্ব উল্লেখ করে ড. মাসুদ বলেন, প্রতিটি মানুষ আল্লাহর কাছে শপথ করে দুনিয়াতে এসেছে। ওই শপথ ছিল আল্লাহর আদেশ-নির্দেশ পালনের। দুনিয়ার মোহে আমরা আল্লাহর সাথে করা শপথ ভুলে গিয়ে দায়িত্ব পালন থেকে সরে যাওয়ার কারণেই জামায়াতে ইসলামী ওই শপথ নবায়ন করার উদ্যোগ নিয়ে রুকন হতে আহ্বান করে। রুকন শপথকারীরা আল্লাহ ভয় অন্তরে লালন ও ধারণ করে। যার ফলে তাদের দ্বারা জনগণের সম্পদ লুট করা সম্ভব হয়। তারা জনগণের দায়িত্বকে আমানত মনে করে। এজন্যই জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট নেই এবং থাকবে না।

যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত বাছাইকৃত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পাঠ করেন মাওলানা ফরিদুল ইসলাম। শিক্ষা বৈঠকে ঢাকা মহানগরী দক্ষিণের ও যাত্রাবাড়ী মধ্য থানার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১০

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১২

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৩

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৪

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৫

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৬

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৭

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

১৮

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

১৯

জামায়াত কী হিন্দুদের স্বর্গের টিকিটও দেবে : সেলিম জাহাঙ্গীর

২০
X