শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার : প্রিন্স

ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির পদযাত্রা। ছবি : কালবেলা
ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির পদযাত্রা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উপযুক্ত ও উন্নত চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উপযুক্ত চিকিৎসার দাবি জানান।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ হরি কিশোর রায় রোডে বিএনপির পদযাত্রাপূর্ব এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান প্রিন্স। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই গণজমায়েত ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, উপযুক্ত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার জীবন আজ সংকটাপন্ন। এতে তার জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে আওয়ামী লীগ সরকারকেই দায়ী থাকতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং তার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সরকার ভয় পায়। সেজন্য ১/১১’র জরুরি অবস্থার সরকারের ‘মাইনাস-টু’ ফর্মুলায় নিজের মামলাগুলো বিভিন্ন কৌশলে শেষ করলেও বর্তমান সরকারপ্রধান তার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোয় ফরমায়েশি রায় দিয়ে তাকে রাজনীতি ও নির্বাচন থেকে নির্বাসনে পাঠাতে চান। এখন তার উপযুক্ত সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে দুনিয়া থেকেও মাইনাস করতে চান।

বিএনপির এই নেতা বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে নিশ্চিত শোচনীয় ভরাডুবির দুশ্চিন্তায় দিশাহারা। সেজন্য তারা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণদাবি উপেক্ষা করে আবারও সাজানো-পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। জনগণ এবার তা নস্যাৎ করে দেবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব গণজমায়েতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, কেন্দ্রীয় সদস্য শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইয়াসির খান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহমেদ বুলু, দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ, জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার, মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, ছাত্রদলের সভাপতি নিহাদ সাদমান ডুনন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল প্রমুখ নেতারা।

গণজমায়েতের পর বিশাল পদযাত্রা দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আমলাপাড়া, বিদ্যাময়ী স্কুল, নতুন বাজারসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১০

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১১

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১২

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

১৩

জামায়াতের নাড়িপোতা পাকিস্তানে : মাহমুদ হাসান 

১৪

ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে দাঁড়ানোর আহ্বান গণসংহতির

১৫

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

১৬

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

১৭

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

১৮

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

১৯

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

২০
X