শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার : প্রিন্স

ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির পদযাত্রা। ছবি : কালবেলা
ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির পদযাত্রা। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উপযুক্ত ও উন্নত চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উপযুক্ত চিকিৎসার দাবি জানান।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ হরি কিশোর রায় রোডে বিএনপির পদযাত্রাপূর্ব এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান প্রিন্স। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই গণজমায়েত ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, উপযুক্ত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার জীবন আজ সংকটাপন্ন। এতে তার জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে আওয়ামী লীগ সরকারকেই দায়ী থাকতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং তার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সরকার ভয় পায়। সেজন্য ১/১১’র জরুরি অবস্থার সরকারের ‘মাইনাস-টু’ ফর্মুলায় নিজের মামলাগুলো বিভিন্ন কৌশলে শেষ করলেও বর্তমান সরকারপ্রধান তার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোয় ফরমায়েশি রায় দিয়ে তাকে রাজনীতি ও নির্বাচন থেকে নির্বাসনে পাঠাতে চান। এখন তার উপযুক্ত সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে দুনিয়া থেকেও মাইনাস করতে চান।

বিএনপির এই নেতা বলেন, সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে নিশ্চিত শোচনীয় ভরাডুবির দুশ্চিন্তায় দিশাহারা। সেজন্য তারা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের গণদাবি উপেক্ষা করে আবারও সাজানো-পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। জনগণ এবার তা নস্যাৎ করে দেবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব গণজমায়েতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, কেন্দ্রীয় সদস্য শাহ শহীদ সরোয়ার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, বৈদেশিকবিষয়ক কমিটির সদস্য ইয়াসির খান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, শাহ শিব্বির আহমেদ বুলু, দক্ষিণ জেলা কৃষকদলের আহ্বায়ক এনামুল হক আকন্দ, জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার, মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন পারভীন, উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক, মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, ছাত্রদলের সভাপতি নিহাদ সাদমান ডুনন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল প্রমুখ নেতারা।

গণজমায়েতের পর বিশাল পদযাত্রা দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আমলাপাড়া, বিদ্যাময়ী স্কুল, নতুন বাজারসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X