বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উদ্দেশ্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, আপনারা যেই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছেন, যারা আপনাদের চিকিৎসা প্রদানে বাধাদান করেছে তাদের অনেকে এখনো স্বাস্থ্য খাতে বহাল তবিয়তে আছেন। এই বিষয়গুলো স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের দূর করতে আপনাদের আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
শনিবার (০৮ মার্চ) ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের নিয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. রফিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সর্বদা পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দাবি ছিল দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যেমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আমাদের কিন্তু একদফা দাবি অনেক আগে থেকেই ছিল। এরপর আপনাদের আন্দোলন যখন একদফাতে আসলো তখন একাত্মতা প্রকাশের মাধ্যমে কিন্তু আন্দোলন চূড়ান্ত সফলতা লাভ করে। এই বিজয় আমাদের ধরে রাখার জন্য কাজ করতে হবে। দেশ নিয়ে নানারকম দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আপনাদের চিকিৎসা যেনো ঠিকভাবে সে ব্যাপারে আমি স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছি, আমরা চাই আপনাদের চিকিৎসা সঠিকভাবে হোক, প্রয়োজনে যাদের দরকার তাদের বিদেশে পাঠানো হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবসময় আমরা আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আমরা থাকব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের তাদের ত্যাগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের চিকিৎসা সুন্দরভাবে পরিচালনা করার আশা পুনর্ব্যক্ত করেন।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. হাসনাত আহসান (ডেপুটি ডিরেক্টর), ডা. মো. আরিফুল হক (ডেপুটি ডিরেক্টর), ডা. মো. সাইফুল ইসলাম, ডা. শাকিল আহমেদ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
মন্তব্য করুন