কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের উত্তাল আন্দোলনেই সরকারের পতন হবে : যুবদল সভাপতি

বুধবার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
বুধবার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

জনগণের উত্তাল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে বলে দাবি করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, একটি কথাই বলা যায়- শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। চলমান আন্দোলনেই তাদেরকে বিদায় নিতে হবে। তিনি আরও বলেন, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের এক প্রস্তুতি সভায় টুকু এসব কথা বলেন।

ক্ষমতাসীনদের সমালোচনা করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছে যে, তারা একদলীয় শাসনে বিশ্বাসী। তারা গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন কায়েম করেছে। এরা মুখে বলে একটা, কাজ করে আরেকটা।

তিনি বলেন, সরকার নাকি দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। তাহলে সরকারের এত ভয় কেন? এত উন্নয়ন করে থাকলে তো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগই জয়ী হওয়ার কথা। আসলে তারা উন্নয়নের নামে জনগণের অর্থ লুটপাট করেছে। লুটপাটকৃত সেই অর্থ বিদেশে পাচার করেছে।

যুবদল সভাপতি বলেন, গণতন্ত্রকামী মানুষ কখনও মাথা নত করে না। এ দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের সরকার গঠিত হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে নির্বাসিত রাখা হয়েছে। আজকে দেশবাসী শপথ নিয়েছে- যতদিন দেশে গণতন্ত্র ফিরে না আসবে, খালেদা জিয়া মুক্ত না হবেন এবং তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরে না আসবেন- ততদিন কেউ রাজপথ ছাড়বে না।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সেপ্টেম্বরের মধ্যেই এই সরকারের পতন ঘটাতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, তরিকুল ইসলাম বনি, মাহবুবুল হাসান পিংকু, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশীদ শিশির, কামরুজ্জামান দুলাল, রেজাউল করিম পল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, জাভেদ হাসান স্বাধীন, এম কামরুজ্জামান, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরের শোকজ প্রসঙ্গে যা বলছে বাংলাদেশ খেলাফত মজলিস

মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রী 

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত

কুমিল্লায় তারেক রহমানের নির্বাচনী জনসভা ২৪ জানুয়ারি

নির্বাচন করতে পারবেন কি না বিএনপির মঞ্জুরুল, জানালেন আইনজীবী

সুখবর পেলেন বিএনপির আরও এক নেতা

জামায়াতের সেই প্রভাবশালী নেতাকে শোকজ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাজুকে বিএনপি থেকে বহিষ্কার

ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী গ্রেপ্তার

১০

বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ?

১১

অদৃশ্য ক্ষমতার বলয়ে মেহেরপুর গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী

১২

ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন : খেলাফত মজলিস

১৩

আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

১৪

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য দায়িত্বে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

আইনি বিপাকে শহিদের ‘ও রোমিও’

১৬

মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব!

১৭

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক সমাধানে জোর দিতে চসিক মেয়রের আহ্বান

১৮

ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

১৯

বৈচিত্র্যময় খাবারে ‘টেস্টি ট্রিট’ ও ‘মিঠাই’র স্টলে দর্শনার্থীদের আগ্রহ

২০
X