কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৯:২৫ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ মুখে বলে একটা, করে অন্যটা : মঈন খান

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. আব্দুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ মুখে যেটা বলে সেটা করে না, করে অন্যটা। অন্যদিকে বিএনপি মুখে যেটা বলে কাজেও সেটাই করে। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এখানেই বেসিক পার্থক্য।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে একদফার বিকল্প নেই’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আমরা মুখে যেটা বলি কাজেও সেটা করি। কিন্তু আওয়ামী লীগ মুখে যেটা বলে সেটা না করে অন্যটা করে। তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু বাস্তবে দেশ থেকে গণতন্ত্রকে বিতাড়িত করেছে। শুধু আজ নয়, ১৯৭১ সালে স্বাধীনতার পরে আওয়ামী লীগ যখন সরকার গঠন করল, তখন সংসদে মাত্র ১১ মিনিটের ব্যবধানে গণতন্ত্রকে হত্যা করল।

তিনি বলেন, হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যায়- বাংলাদেশের স্বাধীনতা কেউ হরণ করতে পারেনি। আওয়ামী লীগ সরকারও তা পারবে না। বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল গণতন্ত্রকে পদদলিত করতে পারবে না। জনগণ আবার জেগে উঠবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে। লগি বৈঠা দিয়ে, গুম-খুন-হত্যা করে কোনো পন্থায়ই মানুষকে পদদলিত করতে পারবে না।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুস্থ ধারার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগের মুখের ওপরে বলতে হবে- আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে না। তারা বাকশালের প্রতিনিধিত্ব করে। আমরা শান্তি ও উদারনীতির রাজনৈতিক দল। আমরা প্রতিবাদ করছি, করে যাব- যতক্ষণ না পর্যন্ত এ সরকারের পতন হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেন, নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে গ্রেপ্তার-নির্যাতন বাড়িয়ে দিয়েছে সরকার। তাদের ফ্যাসিবাদী আচরণ শুরু হয়েছে স্বাধীনতার পর থেকেই। গুম-খুন করে সরকার পতনের আন্দোলন বন্ধ করা যাবে না।

তিনি বলেন, নির্বাচনের নামে তামাশা করার জন্য আওয়ামী লীগ তাদের মতো করে দলীয় প্রশাসন সাজিয়েছে। জনগণ ভোটের অধিকার নিশ্চিত করতে জেগে উঠেছে। নিশিরাতের সরকারকে বিদায় নিতে হবে।

সভায় প্রবন্ধ পাঠ করেন জিয়া পরিষদের সহকারী মহাসচিব এম নাজমুল হাসান। বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X