বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১০:১২ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এই সরকারের সব দরজা বন্ধ : রেজা কিবরিয়া

শুক্রবার কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন রেজা কিবরিয়া। ছবি : কালবেলা
শুক্রবার কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন রেজা কিবরিয়া। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার। তাদের চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার। কোথাও পালানোর পথ নেই, কারণ গণতান্ত্রিক বিশ্বে তাদের কোনো বন্ধু নেই। সব দরজা বন্ধ।

তিনি আরও বলেন, রাশিয়া, চীন ও ভারত এই সরকারের অবৈধ কার্যক্রমকে প্রকাশ্যে-গোপনে সমর্থন দিচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এসব দেশের ভিনদেশি আধিপত্য-আগ্রাসন এ দেশের মানুষ মেনে নেবে না। শেখ হাসিনাকে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজা কিবরিয়া। সরকারের পদত্যাগের একদফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। রেজা কিবরিয়া বলেন, এ সরকারের গণতান্ত্রিক বিশ্বে কোনো বন্ধু না থাকলেও তারা চীন, রাশিয়া ও ভারতের মতো কিছু রাষ্ট্রের সমর্থন পাচ্ছে। এসব দেশ বিগত ১৫ বছর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতিতে বামপন্থি আগ্রাসন চালিয়েছে। যার প্রমাণ গণতান্ত্রিক বিশ্বের কাছে আছে। আমরা ওইসব রাষ্ট্রগুলোকে বলতে চাই- আমরা বেঁচে থাকতে এ দেশে ভিনদেশি আধিপত্য-আগ্রাসন মেনে নিব না। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ভোটাধিকার, মানবাধিকার ও সুশাসনের জন্য প্রাণপণ লড়াই-সংগ্রাম করব।

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যেও ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় দেশের বাজারে দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে গেছে। নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা পরিবর্তন চায়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সময় শেষ। দেশের মানুষ আপনাদের অপশাসন আর মেনে নেবে না। অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লার সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, সাবেক জজ শামসুল আলম খান চৌধুরী, অধ্যাপক মাহবুব হোসেন, ব্যারিস্টার জিসান মহসীন, মুফতি সুহাইবি; যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ খান, তারেক রহমান, সাকিব হোসেন, সামসুদ্দিন, সহকারী আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন আকতারসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X