বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, একদফা দাবিতে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন চলছে। এই আন্দোলনে নেতাকর্মীদের পাশাপাশি জনগণও সম্পৃক্ত হয়েছে। তারা সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মহানগরের নতুন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে কালো পতাকা গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশব্যাপী মহানগরে এই কর্মসূচি পালন করে বিএনপি।
খায়ের ভূঁইয়া বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। এই গণদাবিকে উপেক্ষা করে আবারও একতরফা নির্বাচন করতে গেলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগ নেতারা গণআন্দোলনে ভীত হয়ে পাগলের প্রলাপ বকছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কালো যেমন শোকের রং, তেমনি প্রতিবাদেরও রং। যুগে যুগে বিশ্বব্যাপী প্রতিবাদস্বরূপ কালো পতাকা ব্যবহৃত হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত করতে তিনি মিথ্যাচার করছেন। মিথ্যার ওপর কোনো ডিগ্রী থাকলে এই ভদ্রলোককে দেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রিন্স।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে গণমিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী।
এমরান সাালেহ প্রিন্স জানান, সমাবেশ শেষে কালো পতাকা হাতে নিয়ে বিএনপি নেতাকর্মীরা গণমিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করে বাতির কলের মোড় হয়ে টাউন হলের দিকে যেতে চাইলে বাতির কল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকিয়ে দেয়। বাক-বিতন্ডার পর নেতারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে গণমিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন