কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ০১ মে ২০২৫, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আজ সমাবেশ করবে বিএনপি।

বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ শুরু হবে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিক দল।

এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে ইতোমধ্যেই নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যৌথসভা ছাড়াও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনগুলো, বিশেষ করে শ্রমিক দল সমাবেশ সফল করতে সক্রিয়ভাবে কাজ করছে। শ্রমিক সংগঠনগুলোর সকল ইউনিটকে সমাবেশে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোও শ্রমিক সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।

আসন্ন মে দিবসের সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ১২ দফা দাবির প্রচারে রাজধানীজুড়ে লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। ঢাকার শিল্পাঞ্চলগুলো থেকেও বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এবারের মে দিবস হবে ঐতিহাসিক। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান (১৯৭৮) ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (১৯৯১) যেমন শ্রমিক সমাবেশে বক্তব্য দিয়েছেন, তেমনি এবার তারেক রহমানও ধারাবাহিকতায় বক্তব্য দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শ্রমজীবী মানুষের সমস্যা তুলে ধরতে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। তিনি আশাবাদ প্রকাশ করেন, বিপুলসংখ্যক শ্রমিক ও বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি সফল ও স্মরণীয় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন না করার ষড়যন্ত্র শুরু হয়েছে : দুলু

আলোকিত মানুষ তৈরি করছে পাহাড়গাঁও পাঠাগার

মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা

রূপগঞ্জে কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণ, দগ্ধ ৩

‘একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হবে’

টানা কয়েকদিন সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ভারতের আগ্রাসী আচরণ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : পাকিস্তান

চাকরি দেওয়ার নামে পাঠানো হলো রাশিয়ার যুদ্ধে, খোঁজ নেই নাজিরের

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

১০

দলে দলে ছাত্রদলে যোগ দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

১১

শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়ত উলামায়ে ইসলাম

১২

১৭-তেই কিংবদন্তি হওয়ার পথে ইয়ামাল!

১৩

রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

১৪

এআইইউবিতে লেট’স টক উইথ দ্য ইইউ অ্যাম্বাসেডর অনুষ্ঠিত

১৫

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

১৬

রাবির রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

১৭

‘দেশ গড়ার আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’

১৮

খুনির সমর্থকরা ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার বাদ দিন : মুশফিক

১৯

‘শ্রমিকদের অমানবিক জীবনের অবসান ঘটাতে দরকার ইসলামের শাসন’ 

২০
X