শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৯:৩১ এএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ

এনসিপির লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা
এনসিপির লোগো। ছবি : গ্রাফিক্স কালবেলা

আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আজ শুক্রবার (২ মে) সমাবেশ করবে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এদিন বিকেল ৩টায় এ সমাবেশ করবে তারা। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় সদস্যরা অংশ নেবেন।

সমাবেশ উপলক্ষে গত কয়েকদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে এনসিপি। গুলিস্তান, বাংলামটর, মিরপুরসহ কয়েক জায়গায় এ কার্যক্রম চলেছে। এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি দলটির কেন্দ্রীয় নেতাদের অংশ নিতে দেখা যায়। লিফলেটে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলের সাতটি অপরাধের কথা উল্লেখ করেছে দলটি। এগুলো হলো—২০০৯ সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড; গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণহরণ; ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ; ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ; লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার; ২০২১ সালে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা।

এ ছাড়া এনসিপির লিফলেটে চারটি দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো—প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল বা কমিশন গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা; আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল; বিচার চলাকালে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা।’

সমাবেশ প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এই কর্মসূচি থেকে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, এর রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা এবং নিবন্ধন বাতিল করার দাবি জোরালোভাবে জানানো হবে। একই সঙ্গে আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুম-খুনের মাধ্যমে হত্যাকাণ্ডের পাশাপাশি ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই-আগস্ট গণহত্যা ও অন্য বড় হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করা হবে।

এবারের সমাবেশে উপস্থিতির বিষয়ে জানতে চাইলে এনসিপির ঢাকা দক্ষিণের সংগঠক আসাদ বিন রনি কালবেলাকে বলেন, আমাদের মূল দাবি থাকবে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা। ঢাকা মহানগরের উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে। শুধু ঢাকায় আমাদের ২০-৩০ হাজার সমর্থক আছেন। তারাসহ শুভাকাঙ্ক্ষী, নেতাকর্মীরা এতে অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নেতারাও এতে উপস্থিত থাকবেন।

দলটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির কালবেলাকে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ করছি। এবার আমরা ঢাকায় এ দাবিতে বড় সমাবেশের সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করছি, সমাবেশটি অনেক বড় করার। অতীতের যে কোনো সময়ের চেয়ে বড় জমায়েত হবে বলে আমরা প্রত্যাশা করছি।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ কালবেলাকে বলেন, আমাদের মূল দাবি হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন বাতিল করা। এবার এ দাবিতে আমরা আরও সোচ্চার ভূমিকা রাখব। জুলাইয়ের পর আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানে জনগণ তাদের রায় দিয়েছে। আওয়ামী লীগকে কোনো ফরম্যাটেই আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ যেন কোনোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টি সব সময় সজাগ থাকবে। শুক্রবারের সমাবেশ থেকে এ দাবি আরও জোরালো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন অবিলম্বে বাতিল করতে হবে : হেফাজতে ইসলাম

শ্রমিক দল মোহাম্মদপুর-ভাটারা থানার কার্যক্রম স্থগিত

মাঠের বাইরেও ‘এল ক্লাসিকো’!

চট্টগ্রামে চিন্ময়ের জামিনের প্রতিবাদে বিক্ষোভ

ট্রাম্পের ঘোষণার পরই কমেছে সোনার দাম

রাবি অ্যালামনাই নির্বাচনের তপশিল না দিলে লংমার্চ করা হবে : ড. হেলাল

সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়ায় অভিনব প্রতিবাদ

পাকিস্তানে বিদেশি ঋণ বন্ধে ভারতের তদবির, উত্তেজনায় নতুন মাত্রা

এনপিসিবিএলের সঙ্গেই হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি

চাঁদপুরে গ্যাস অনুসন্ধানে বাপেক্সের পরীক্ষামূলক কূপ খনন

১০

এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব

১১

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার, হাসপাতালে মা 

১২

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ফিরবে গণতন্ত্রের মূলধারা’

১৩

আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে বিক্ষোভ 

১৪

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা

১৫

পাকিস্তানের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

১৬

আন্দোলন সংগ্রাম শেষ, এখন দেশ গড়ার সময় : আমীর খসরু

১৭

মামলা না নেওয়ায় ওসিকে জজকোর্টের পিপির হুমকি

১৮

‘আ.লীগের বিচার ও সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন নয়’

১৯

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

২০
X