কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় সভা 

নারী অধিকার আন্দোলনের সেমিনার। ছবি : কালবেলা
নারী অধিকার আন্দোলনের সেমিনার। ছবি : কালবেলা

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে একটি পর্যালোচনা ভিত্তিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে নারী অধিকার আন্দোলনের উদ্যোগে উইমেন্স ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনে ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন : একটি পর্যালোচনা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।

নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মাননানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ পাঠ করেন নারী অধিকার আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ড. শারমিন ইসলাম। তিনি তার প্রবন্ধে নারী কমিশনের প্রতিবেদনে উল্লেখিত ইসলামের সঙ্গে সাংঘর্ষিক প্রতিটি পয়েন্ট উল্লেখ করে তার বিপরীতে ইসলামের সঠিক চিত্র তুলে ধরেন ।

সেমিনারে প্রধান আলোচক অধিকার আন্দোলনের উপদেষ্টা এবং ইবনে সিনা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. হাবীবা চৌধুরী বলেন, তাদের একটি টকশো দেখে আমার যা মনে হয়েছে তা হলো- তারা ধর্ম বিশ্বাস করে না, তারা পুরুষবিদ্বেষী, পারিবারিক কাঠামো মানেন না। তাই তাদের আসল চরিত্র তুলে ধরতে হবে । তিনি পুরুষদের এ কমিশনের প্রতিবেদনের প্রতিবাদের আহ্বান জানান।

নারী অধিকার আন্দোলনের সেক্রেটারি ও বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের (স্কুল অ্যান্ড কলেজ) সহকারী প্রধান শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) নাজমুন নাহার বলেন, এই কমিশনের কিছু সুপারিশ ইতিবাচক যা মেনে নিলেও দুঃখজনকভাবে ইসলামের সঙ্গে অনেকগুলো সাংঘর্ষিক বিষয় উল্লেখ করে সুপারিশ করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । তিনি বলেন,যৌন কর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার যে দাবি জানানো হয়েছে তা মেনে নেওয়া যায় না। তিনি প্রশ্ন করেন, যারা যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে বলেন তারা কি তাদের নিজেদের মেয়ে বা বোনের জন্য এমন পেশাকে মেনে নিবেন?

নারী অধিকার আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম বলেন, ইসলামিক পারিবারিক আইন অমান্য করার অর্থ হচ্ছে কোরআনকে অস্বীকার করা। উত্তরাধিকারী আইন কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। সুতরাং আমরা মুসলমানরা একে অস্বীকার করতে পারি না, অমান্য বা সংশোধন করতে পারি না। তিনি আরও বলেন, কমিশন রাষ্ট্রকে ইহজাগতিক প্রতিষ্ঠান মনে করে তাই সংবিধান থেকে ধর্মকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে- আমরা এ সুপারিশের পক্ষে নই। যেহেতু বাংলাদেশের অধিকাংশ জনগণ ইসলামের অনুসারী তাই তাদের সংবিধানের শুরুতে ধর্ম প্রাধান্য পাবে- এটাই যুক্তিযুক্ত ।

ড্যাফোডিল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ বলেন, নারী কমিশনের সুপারিশে বীরাঙ্গনাদের বিষয়ে উল্লেখ থাকলেও ২৪-এর আন্দোলনে যে নারীরা অংশগ্রহণ করেছে তাদের কথা নেই। তিনি তা অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। তিনি বৈবাহিক ধর্ষণের বিষয়টি নারী নির্যাতন প্রতিরোধের যে আইন রয়েছে সেখানে অন্তর্ভুক্ত করার প্রয়োজন বলে মনে করেন। অভিন্ন পারিবারিক আইনের বিষয়টি উল্লেখ করে বলেন, নারী কমিশনের উচিত ছিল হিন্দু পারিবারিক আইনের যে অসংগতি আছে তা উল্লেখ করার। তিনি মনে করেন, অভিন্ন পারিবারিক আইন ঐচ্ছিকভাবে গ্রহণের যে সুযোগ রাখা হয়েছে তার মাধ্যমে পারিবারিক কোন্দলের দিকে পরিবারগুলোকে ঠেলে দেওয়া হবে।

নারী অধিকারের জয়েন্ট সেক্রেটারি ডা. তাহেরা বেগম বলেন, মেডিকেল সাইন্সের আলোকে, এই সুপারিশ বাস্তবায়ন হলে সমাজে এইচআইভিসহ অনেক ভাইরাস ছড়িয়ে পড়বে। তাই তিনি এ প্রতিবেদন বাতিলের দাবি জানান ।

নারী অধিকার আন্দোলনের সভানেত্রী এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের অবসরপ্রাপ্ত ডিভিশন চিফ মমতাজ মাননান বলেন, কমিশনের প্রতিবেদনে এমন অনেক সুপারিশ করা হয়েছে যা এ দেশের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সভ্যতা ও কৃষ্টি, আকিদা ও বিশ্বাস, নৈতিক ও সামাজিক মূল্যেবোধের পরিপন্থি। এগুলো কোরআন ও সুন্নাহরও পরিপন্থি। প্রতিবেদনে অনেক ভালো ও যৌক্তিক সুপারিশমালার সমাহার থাকলেও বৃহত্তর জনগোষ্ঠীর জীবনবোধের বিপরীতে ইসলামবিদ্বেষী যে দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে তাতে কমিশনের প্রতিবেদনটি সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তাই আমরা প্রথমেই এই নারী কমিশনের বিলুপ্তি চাচ্ছি এবং নতুন কমিশন গঠন করে প্রতিবেদনে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের দাবি জানাচ্ছি। এ লক্ষ্যে তিনি নারী অধিকার আন্দোলনের প্রস্তাবগুলো তুলে ধরেন ।

প্রস্তাবগুলো হলো-

১ম প্রস্তাব : বিদ্যমান কমিশন বিলুপ্ত করে সব অংশীজনের সমবায়ে একটি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) কমিশন গঠন করতে হবে।

২য় প্রস্তাব : ধর্মকে দায়ী করে নারী ও পুরুষের বৈষম্যের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধর্মবিদ্বেষী মনোভাব পরিহার করে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

৩য় প্রস্তাব : পতিতাবৃত্তি সব ধর্মেই নিষিদ্ধ। ইসলামে এটি হারাম। আর নারীর জন্য চরম অবমাননাকর। একে শ্রম-আইনে স্বীকৃতি দেওয়া যাবে না। এই সুপারিশ বাতিল করতে হবে।

৪র্থ প্রস্তাব : কমিশন সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সমতা বিধানের সুপারিশ করেছে। এটি বাতিল করে ইসলামের ভারসাম্য পূর্ণ যে নীতি-সমতা ও ন্যায্যতা ক্ষেত্রবিশেষ তা বহাল রাখতে হবে।

৫ম প্রস্তাব : জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদের (CEDAW) দুটি ধারা (ধারা ২ ও ১৬.১. (গ)) কমিশন প্রত্যাহার করার যে প্রস্তাব সুপারিশ করেছে তা বাতিল করে ধারা দুটি বহাল রাখতে হবে। ৬ষ্ঠ প্রস্তাব : সম্পদ বণ্টনে ইসলামের উত্তরাধিকার আইন বলবৎ থাকতে হবে।

৭ম প্রস্তাব : কমিশনের অভিন্ন পারিবারিক আইন প্রবর্তনের সুপারিশ বাতিল করতে হবে।

৮ম প্রস্তাব : কমিশন সব ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার চায়। কিন্তু তালাকের ক্ষেত্রে একপাক্ষিক ভরণপোষণ চায়। এটি স্ববিরোধী, তাই বাতিলযোগ্য।

৯ম প্রস্তাব : কমিশন বহুবিবাহ বিলোপ করার প্রস্তাব করেছে। ইসলামে শর্ত সাপেক্ষে এর অনুমতি দিয়েছে। কমিশনের এই প্রস্তাব বাতিল করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় নির্বিচারে ত্রাণপ্রত্যাশীদের গুলি, ঠিকাদারের চাঞ্চল্যকর তথ্য

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’

আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণা করা হয়েছে, বললেন বিসিএস প্রার্থীরা

‘এমন কাউকে নির্বাচিত করবেন না যিনি পালিয়ে যান’

দলের নাম ভাঙিয়ে অসদাচরণ করলেই ব্যবস্থা : রিজভী

পুলিশের অভিযানে লাফিয়ে আত্মহত্যার হুমকি আসামির, ভিডিও ভাইরাল

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলন সফল হয়েছিল : মীর সপু

জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে : শাহাদাত সেলিম 

১০

হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন

১১

‘দেশের মানুষ ২০০ টাকায় ভোট বিক্রি করে’

১২

টেলর সুইফটকে ছাড়িয়ে শীর্ষে অরিজিৎ সিং

১৩

তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩ 

১৪

৩ আগস্ট মানুষের মুক্তির জন্য ইশতেহার ঘোষণা করবে এনসিপি

১৫

গুলিবিদ্ধ ইমরানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

১৬

নুর-রাশেদের বিরুদ্ধে মামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা

১৭

হোয়াইট হাউসে কুস্তি খেলার আয়োজনের ঘোষণা ট্রাম্পের

১৮

নওগাঁয় হিন্দু মহাজোটের মানববন্ধন

১৯

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা ছেলের

২০
X