কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১২:১১ এএম
অনলাইন সংস্করণ

আন্দোলন ভিন্নদিকে নিতেই মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার: ড্যাব

আন্দোলন ভিন্নদিকে নিতেই মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার: ড্যাব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ত্রাণ তহবিলের সহায়তায় চিকিৎসার জন্য সহায়তা নিয়েছেন মর্মে খবর ছড়িয়েছে সেটাকে মির্জা ফখরুলের চরিত্র হরণের চেষ্টা বলে অভিহিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম

সোমবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, অতি সম্প্রতি বিএনপির মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সিপাহসালার, যার নেতৃত্বে দেশের মানুষ আবারও স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাবার দ্বারপ্রান্তে, যার ডাকে জনগণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজের জীবনবাজি রেখে রাস্তায় সংগ্রামে শরিক হচ্ছে, তিনি যখন চিকিৎসা সংক্রান্ত জটিলতায় দেশের বাইরে গেছেন তখনই আন্দোলনকে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে দমন করতে না পেরে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত চরিত্রহরণ করে আন্দোলনকে বিভ্রান্ত করার অপকৌশলে লিপ্ত হয়েছে একটি মহল।

তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে দেশের মানুষ আপাদমস্তক একজন সৎ ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে জানে এবং যিনি সারা দেশে ব্যাপক জনপ্রিয়। তার সেই জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অত্যন্ত অশালীনভাবে একটি ভূয়া চেক প্রদর্শনের মাধ্যমে তিনি সরকার থেকে ৫০,০০,০০০ টাকা চিকিৎসা বাবদ অনুদান নিয়েছেন বলে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।

ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চরিত্র হরণের চেষ্টা চালিয়ে যারা মিথ্যা প্রোপাগাণ্ডার আশ্রয় নিয়েছেন তাদের অপকর্ম সম্পর্কে পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎক্ষনাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। অথচ, এতদিন ধরে পুলিশ প্রশাসন কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে অনতিবিলম্বে যারা মিথ্যা প্রচারনা চালিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। অন্যথায় বাংলাদেশের সাধারণ জনগণ আন্দোলনের মাধ্যমে এই ধরনের অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে দিবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষক দিবসে ক্যানসারে নিভল ‘জালাল স্যারের’ প্রাণ

জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি : আবু সাইদ সাগর কারাগারে 

১০

শেষ ম্যাচে আফগানদের ১৪৩ রানে থামাল বাংলাদেশ

১১

ইসলামকে যথাযথভাবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে : জামায়াত আমির

১২

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ : সারজিস

১৩

রাষ্ট্রের উন্নয়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : শিমুল বিশ্বাস 

১৪

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

১৫

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

১৬

তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ

১৭

চার জেলায় বন্যার আশঙ্কা

১৮

মির্জা গালিবের হার্ভার্ডে নিয়োগ নিয়ে যা জানা গেল

১৯

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

২০
X