শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির সমাবেশ নিয়ে সারজিসের ভিডিও বার্তা

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : ভিডিও থেকে নেওয়া
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : ভিডিও থেকে নেওয়া

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টা ৫৪ মিনিটে দেওয়া ওই ভিডিও বার্তায় সরাজিস আলম বলেন, ‘সংগ্রামী সহযোদ্ধারা, আজ ৩ আগস্ট। এক বছর পর এই দিনে বিকেল ৪টায় আমরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে দাঁড়াব পুরো দেশের মানুষের সামনে এনসিপির ইশতেহার নিয়ে। আমাদের এই প্রোগ্রামে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে। সেগুলো নিয়েই এই ভিডিও।

দুঃখ প্রকাশ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘কর্মজীবীদের কিছুটা কষ্ট হবে। তাই দুঃখ প্রকাশ করছি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কেন্দ্রীয় শহীন মিনার। সেখানে আমাদের শিক্ষার্থী ভাইবোনেরা যারা রয়েছেন। তাদের ছুটি হলে কিছুটা কষ্ট হবে। আমরা তাদের কাছে আগেই দুঃখ প্রকাশ করছি।’

সারজিস আলম বলেন, ‘সারা দেশ থেকে আসা আমাদের সহযোদ্ধারা প্রতি অনুরোধ থাকবে, আমাদের মধ্যে কথা বলায় কিংবা চলাচলে যেন সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে। সহযোদ্ধাদের প্রতি আরেকটি অনুরোধ, এটা যেহেতু একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা, আমরা যেন এখানে আমাদের জায়গা থেকে কোনো ধরনের প্যাকেট, খাবার কিংবা বোতল না ফেলি। আমরা যেন নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলি।’

তিনি বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, আমাদের প্রোগ্রাম শেষে কোনো বোতল, প্যাকেট বা এই জাতীয় কোনো উচ্ছিষ্ট পড়ে থাকলে যেন আমাদের নিজেদের দায়িত্বে পরিষ্কার রেখে পরিবেশটাকে সুন্দর করে রাখি। আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গায় অনেক বাস আসবে। এই বাসগুলো ক্যাম্পাসে বা আশপাশের রাস্তায় রাখা যাবে না। এই বাসগুলো নিয়ে রাখতে হবে পুরাতন বাণিজ্য মেলার স্থানে।’

এনসিপির এই নেতা বলেন, ‘পুরাতন বাণিজ্য মেলা এলাকা, শহীদ মিনারের আশপাশ, আজিমপুর বাসস্ট্যান্ড থেকে পলাশী এলাকায় এবং ঢাকা মেডিকেলের বহির্বিভাগ থেকে জরুরি বিভাগের গেটের রাস্তায় মোবাইল টয়েলেটের ব্যবস্থা থাকবে। এ ছাড়া শহীদ মিনারের ঠিক বিপরীতে আইন বিভাগের ভবনে আমাদের প্রাথমিক চিকিৎসাকেন্দ্র থাকবে। সামগ্রিকভাবে ক্যাম্পাসে, শহীদ মিনার এবং এর সংলগ্ন জায়গায় যেন আমাদের জায়গা থেকে কোনো ধরনের কোনো কিছু স্ট্যান্ড না করি। রাস্তায় যেন যানজট তৈরি না করি। আমাদের সচেতন থাকতে হবে। আমাদের প্রোগ্রামের জন্য এমনিতেই আজ কর্মজীবীদের কিছুটা কষ্ট হবে, এই কষ্ট যেন আমাদের দ্বারা আরও না বাড়ে, পুরাতন বাণিজ্য মেলায় নিয়ে যেতে হবে সব বাস।’

তিনি বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমাদের প্রোগ্রাম চলাকালে তপ্ত রোদ থাকলে সবার সঙ্গে যেন পানির ব্যবস্থা থাকে। নিজেরা যেন এটা রাখি। আমাদের মধ্যে কেউ গুরুতর আহত বা অসুস্থবোধ করলে তারা যেন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে যাই। পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। সেখানে যেন দ্রুত যাই।’

সারজিস আলম আরও বলেন, ‘সবশেষ আরেকটি বিষয় হচ্ছে, শহীদ মিনার সংলগ্ন শাহবাগে আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছাত্রদলের বড় প্রোগ্রাম রয়েছে। তাদের প্রতি যেন আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় থাকে। আমরা আমাদের জায়গা থেকে যেন একে অপরকে সহযোগিতা করি। আরেকটি আহ্বান থাকবে, আজ যেহেতু অভ্যুত্থানের দুটি পক্ষ রয়েছি, তাই তৃতীয় পক্ষ আমাদের মধ্যে উসকানি দেওয়ার চেষ্টা করবে। তারা কিন্তু আমাদের বা ছাত্রদলের কেউ না। তারা তৃতীয় পক্ষ। তাদের উসকানিতে যেন আমরা কোনোভাবেই পা না দিই। দলীয় শৃঙ্খলা যেন আমাদের জায়গা থেকে মেইনটেইন করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১০

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১১

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১২

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৩

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৪

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৫

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৬

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৭

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৮

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৯

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

২০
X