ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আসন্ন নির্বাচন সামনে রেখে ডা. হারুন-ডা. শাকিল পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহাখালী বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এই প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব পদপ্রার্থী ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদপ্রার্থী ডা. খালেকুজ্জামান দিপু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডা. হারুন-ডা. শাকিল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সদস্যসচিব ডা. সিরাজুল ইসলাম, সদস্য অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কামরুল আলম, ঢামেক ড্যাবের সভাপতি ডা. রেজোয়ানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাহাবুবুল আলম, ডা. রুস্তম আলী মধু, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শেখ ফরহাদ, ডা. গোলাম সরোয়ার বিদ্যুৎ, ডা. জালাল উদ্দিন রুমী, ডা. শামসুল আলম, ডা. শেখ আতিকুর রহমান সুজন, ডা. জাভেদ আহমেদ, ডা. শাহনেওয়াজ দেওয়ান, ডা. বশির আহমেদ হৃদয়।
অধ্যাপক ডা. কামরুল হাসান সরদারের সভাপতিত্বে এবং ডা. জিয়াউর রহমান ও ডা. মীর রাশেক আলম অভির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডা. ফারুক হোসেন, ডা. শহিদুল ইসলাম, ডা. শহিদুল হাসান বাবুল, ডা. মেহেবুব রনি, ডা. দেলোয়ার হোসেন টিটু, ডা. আদনান হাসান মাসুদ, ডা. দিদারুল আলম, ডা. মো. জাফর ইকবাল, ডা. খাজা আব্দুল গফুর, ডা. সাইফুল ইসলাম শাকিল, ডা. ইফতেখারুল ইসলাম মিশু, ডা. বশির আহমেদ, ডা. এস এম এ মাহাবুব মুন্না, ডা. বাছেদুর রহমান সোহেল, ডা. গালিব হাসান, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. উমর ফারুক, ডা. রেদোয়ান আহমেদ, ডা. লাবিদ রহমান প্রমুখ।
এর আগে সকালে মহাখালী বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল শাখা ড্যাবের সভাপতি ডা. মাসুম আক্তার চন্দন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া।
উপস্থিত চিকিৎসকরা ডা. হারুন-ডা. শাকিল পরিষদকে আগামী ৯ আগস্ট ভোট দিয়ে নির্বাচিত করার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন