বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আহতরা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ২টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারা মাদ্রাসা সংলগ্ন এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সজোরে সংঘর্ষ বাধে। সংঘর্ষের তীব্রতায় সিএনজিচালিত অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন পুরুষ যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে আজমিরী আমরিন নামের একজন নারী মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলেন— লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের মঙ্গল সিকদার এলাকার বাসিন্দা মো. মিজান (৩৮), এশিয়া ইউনিভার্সিটির ভিসা সেন্টারের সিনিয়র অফিসার রিয়াজ উদ্দিন ও লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিমের মেয়ে আজমিরী আমরিন (২০)।

অন্য আহতরা হলেন— লালমোহন উপজেলার বাসিন্দা জয়নাল আহম্মেদের ছেলে তাজল (৪০), বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার দালাল বাড়ির মোশাররফ হোসেনের ছেলে ফারহান (১৪) ও লালমোহন উপজেলার আমার দেশ পত্রিকার প্রতিনিধি খান আজিম।

দুর্ঘটনার পর ট্রাকটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পরে ট্রাকটি বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের রাস্তা মেরামতের পর থেকে একের পর এক মৃত্যুর সংবাদ শুনছি, নতুন করে সিএনজি চালকদের বেপরোয়া গতিতে দিশাহারা আমরা। এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ভোলার পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ কাওসার ও বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান কালবেলাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেছে। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে একজন পরবর্তীতে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদো–মেসি এক দলে? গুজব নাকি বাস্তবতা

এনসিপি-জামায়াত জোট : রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

হিরো আলম যোগ দিলেন আমজনতার দলে

সিরিয়ায় বিক্ষোভ ঘিরে সহিংস সংঘর্ষ, নিহত একাধিক

রাউজানে চূড়ান্ত প্রার্থী গোলাম আকবর খোন্দকার

ভারতের অধিনায়ক হলে টিকতেন না স্টোকস!

হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান

দুই দিনে শেষ হওয়া অ্যাশেজ টেস্টে হতবাক এমসিজি কিউরেটর

জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ

দুই আসনের মনোনয়পত্রে স্বাক্ষর করলেন তারেক রহমান

১০

হেলমেট পরে এসে গুলি, এবার যুবদল নেতার মৃত্যু

১১

চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চূড়ান্ত টিকিট পেলেন যিনি

১২

বাড়ির সীমানা নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

১৩

বরিশাল-ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

১৪

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিল আরও এক দল

১৫

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৬

ম্যাচ জেতানো চেরকিকে নিয়ে অদ্ভুত মন্তব্য গার্দিওলার

১৭

২৩ লাখ টাকার হার গিলে ফেলল চোর

১৮

নির্বাচন থেকে সরলেন এনসিপির আরেক শীর্ষ নেত্রী

১৯

নুরের দল থেকে মনোনয়ন নিলেন মেঘনা আলম, লড়বেন যে আসন থেকে

২০
X