কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসী শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে : রিজভী

শনিবার ডিআরইউতে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
শনিবার ডিআরইউতে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

দেশবাসী একটি রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (১৭ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহিদ ডা. শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে শহীদ পিংকু স্মৃতি সংসদ, রাজশাহী।

স্মরণসভা চলাকালীন পোশাক পরে এক পুলিশ কর্মকর্তা ডায়াসের ছবি ওঠান। এ ঘটনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘এই মঞ্চে যারা বসে আছেন একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ংকর দুর্বিনীত দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি দেশের বরেণ্য নেতারা এখানে উপস্থিত আছেন অথচ পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। একটি রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলেই এই ধরনের অসদাচরণ।’

রিজভী আরও বলেন, ‘আমাদের আয়োজন একটা হত্যাকাণ্ডের স্মরণসভা অথচ এখানে পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। কারণ এই দুঃশাসনে শেখ হাসিনা নিজে মনে করেন বাংলাদেশ তার পৈতৃক জমিদারি, এখানে অন্য কেউ কথা বলবে কেন? এখানে অন্য কেউ রাজনীতি করবে কেন? তাদের সেই অধিকার নেই। ঠিক এই সর্বগ্রাসী মনোবৃত্তি না থাকলে একটি স্মরণসভায় পুলিশ এসে ছবি তোলার সাহস পেত না।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আইনের কাছে দায়বদ্ধ নয়, জনগণের কাছে নয়। তারা দায়বদ্ধ প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী এখন পুলিশকে ব্যক্তিগত বাহিনীতে পরিণত করেছেন।

রিজভী বলেন, গণতন্ত্রের শক্ত খুঁটি হলো তার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন, প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ না, সেটা নাৎসিবাদী দেশ। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না সেটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশ না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ভাষা যখন হয় সরকারি দলের ভাষা, নির্বাচন কমিশনের বিবৃতি যদি হয় ভোট চোরদের মতো; বুঝতে হবে সে দেশের সব নাগরিক স্বাধীনতাহীনতায় ভুগছে।

রিজভী বলেন, ‘বরিশালের নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে আমি অবাক হয়েছি। তিনি বললেন, সেখানে সুষ্ঠু, অবাধ নির্বাচন হয়েছে। কিন্তু সেখানে দেখলাম একজন মওলানা, ‍যিনি মেয়র প্রার্থী তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। মওলানা সাহেব নিহত হলে তারা হয়তো বলতো নির্বাচন কিছুটা সংঘাতপূর্ণ হয়েছে, সহিংসতা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কথায় তাই মনে হয়। এটাকে বলা হয় ফ্যাসিবাদী শাসন, এটাকেই বলা হয় গণবিরোধী শাসন।’

শহীদ ডা. পিংকুর সহপাঠী ডা. সৈয়দ আমজাদ আলী লিটনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন শহীদ ডা. পিংকুর বড় ভাই ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য-প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক প্রকৌশলী শাহ খালেদ হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তামিম

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

দিনাজপুরে পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে কর্মশালা

মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ধরা পড়লেন চীনা গুপ্তচর

নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত ও ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

সাদাপাথর লুট, এবার তদন্তে মন্ত্রীপরিষদ বিভাগ

মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি 

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

১০

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

১১

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

১২

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

১৩

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

১৪

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

১৫

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

১৬

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

১৭

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

১৮

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

১৯

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

২০
X