শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

বক্তব্য রাখছেন আ স ম আবদুর রব । ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন আ স ম আবদুর রব । ছবি : কালবেলা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব বলেছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্রসমাজ বাংলাদেশের বুক থেকে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী ব্যবস্থার ধারক-বাহকদের যে কোনো চক্রান্ত রুখে দেবে। তাই ছাত্রসমাজকে আরও সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে; নতুবা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্নকে নস্যাৎ করে দিতে পারে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজধানীর উত্তরার বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রব এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগের (বৈ.স) সাবেক সাধারণ সম্পাদক আ স ম রব বলেন, বর্তমান প্রেক্ষাপটে যখন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিপজ্জনকভাবে বেড়ে চলেছে- তখন বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা কেবল শিক্ষার্থীর নয়, সমগ্র জাতির মুক্তি ও ক্ষমতায়নের চাবিকাঠি। গণমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সমালোচনামূলক চিন্তা বিকশিত হবে। তাই ফ্যাসিবাদী শাসন কাঠামো পরিবর্তন করে অংশীদারিত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নেও শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে।

ছাত্রসমাজের উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা একযোগে শপথ গ্রহণ করি- শিক্ষা হতে হবে সম্পূর্ণ গণমুখী, বৈষম্যহীন এবং আমাদের জাতীয় অগ্রগতির বাহক।

প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেএসডির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের (বৈ.স) সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বৈষম্যহীন, সর্বজনীন ও গণমুখী শিক্ষা কেবল চাকরির জন্য নয়- এটি শিক্ষার্থীর মানবিকতা, ন্যায়বোধ, বিজ্ঞানমনস্কতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলবে।

জেএসডির স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, ছাত্রসমাজের ঐক্য, সচেতনতা ও সংগ্রামী আন্দোলনের মধ্য দিয়ে এমন শিক্ষাব্যবস্থা প্রবর্তন করতে হবে, যা দেশের সমৃদ্ধি এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা ও অগ্রগতির ভিত্তি হবে।

বাংলাদেশ ছাত্রলীগের (বৈ.স) সহসভাপতি তানজিদুর রহমান পিয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্যাহ্ আল রাফিনের পরিচালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন সংগঠনের গাজীপুর মহানগর প্রতিনিধি রাকিবুল ইসলাম শান্ত, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাবিলা সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জেবিন আক্তার সুজানা, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোহাম্মদ আমির উদ্দিন, আবদুল্যাহ আল তারেক, এস এম শামসুল আলম নিক্সন, মোশাররফ হোসেন মন্টু, কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান, আবদুল বাতেন বিপ্লব প্রমুখ।

৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন

প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে মোসলেহ উদ্দিন বিজয়কে সভাপতি এবং নাবিলা সুলতানাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের (বৈ.স) (২০২৫-২০২৬) ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে মোহাম্মদ শাহরিয়ার আলম সৌখিন, জেবিন আকতার, শুভ্র দেবনাথ শুভ, তামিম চৌধুরী ও নাহিদ হাসান রিমনকে সহসভাপতি; জাহিদ হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক; আসিফুল ইসলাম রিয়াজকে সাংগঠনিক সম্পাদক; ইমতিয়াজ আহমেদ সিয়ামকে দপ্তর সম্পাদক; সাইফ তাসলিম চৌধুরীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক; মিনহাজুল ইসলাম রাজুকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নির্বাচিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১০

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১১

কর্ণফুলীর তীরে নতুন আশা

১২

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৩

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৪

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৬

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১৭

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

১৮

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরে কারাদণ্ড

১৯

ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

২০
X