কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

বাংলাদেশ ও দেশের গণতন্ত্র বিএনপির হাতেই নিরাপদ বলে দাবি করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে নগরীর টাউন হলে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাতে বিশেষ অতিথির বক্তব্যে রহমাতুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র হত্যা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। পরবর্তী সময়ে জিয়াউর রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এরপর এরশাদ এসে সেই গণতন্ত্র পুনরায় হত্যা করে। সেখান থেকে দেশ ও মানুষকে উদ্ধারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া।

আবু নাসের রহমাতুল্লাহ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে দেশজুড়ে জুলুম, নির্যাতন করে মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে এই ফ্যাসিবাদের কবল থেকে রক্ষায় দীর্ঘ ১৭ বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। যার মাধ্যমে '২৪-এর জুলাই গণঅভ্যুথানে দীর্ঘ বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাত ধরেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

তিনি বলেন, বিএনপির হাতেই দেশ নিরাপদ। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশজুড়ে শান্তি বিরাজ করেছে। সাধারণ মানুষ নিরাপত্তা পেয়েছে। সুতরাং বিএনপির হাতেই দেশ থাকবে সুরক্ষিত ও নিরাপদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কোনো আপস নেই বলে জানান বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

তিনি বলেন, ফ্যাসিস্টদের নিয়ে যারা দল ভারী করার চেষ্টায় আছে, তারা দলের উপকারের পরিবর্তে ক্ষতি করছে বিএনপির নাম ভাঙিয়ে কিছু লোক অপকর্মে লিপ্ত হয়েছে। এগুলো কোনোভাবেই বরদাশত করা হবে না।

এ সময় আকন কুদ্দুসুর রহমান আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সভাপতিত্বে এগে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্বা আবুল হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সদস্য নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম সেলিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

দুর্নীতি দমনেই গণতন্ত্র পুনর্গঠন সম্ভব : টিআই চেয়ারপারসন

গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারে শিশুসহ দগ্ধ ৫

সাকিবের দেশে ফেরা নিয়ে যা বললেন তামিম

সিজার করছিলেন ‘অষ্টম শ্রেণি পাস’ যুবক, হাতেনাতে ধরা

জামায়াতে আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম

ঘুমের সমস্যায় সবচেয়ে কার্যকর ব্যায়াম কোনটি? যা বলছেন বিজ্ঞানীরা

দরজা খুলতেই সন্তানের সামনে মাকে হত্যা

১০

‘জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা’

১১

পরিবেশের ভারসাম্য রক্ষায় শরীয়তপুরে রোপণ করা হবে তিন লাখ গাছ

১২

শান্তি চুক্তির আগে-পরে ইউক্রেনকে সহযোগিতায় প্রস্তুত যুক্তরাজ্য ও মিত্র দেশ 

১৩

ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীনে কাজের সুযোগ, পদ ৬৩

১৪

জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৫

শেখ হাসিনা-কামালের মামলায় রাজসাক্ষী মামুনের জেরা চলছে

১৬

আইসিইউতে কিংবদন্তি লালন সংগীতশিল্পী ফরিদা, যা জানা গেল

১৭

তারেক রহমানের সহায়তায় নতুন জীবন পেল রাতুল

১৮

তালাবদ্ধ ঘরে ব্যবসায়ীর লাশ, চিরকুটে লেখা ছিল হত্যার কারণ

১৯

সংসার ভাঙল মোনালি ঠাকুরের

২০
X