কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফার প্রচারে মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জের চাষাঢ়া বাগে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে বিতরণ করেন মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের চাষাঢ়া বাগে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে বিতরণ করেন মাসুদুজ্জামান মাসুদ। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে অন্যদের পাশাপাশি মাঠে প্রচারণায় রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জের চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি এলাকাবাসী ও মুরুব্বিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনসাধারণের মাঝে বিতরণ করেন।

এ সময় মাসুদুজ্জামান মাসুদ মসজিদের উন্নয়ন কাজে সহায়তার প্রতিশ্রুতি দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও গণমানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আশপাশের এলাকায় ৩১ দফার গণসংযোগ করেন তিনি।

এ সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, এই ৩১ দফা হচ্ছে জাতীয় মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুসংগঠিত রূপরেখা, যা দেশের জনগণের অধিকারের প্রতিফলন ঘটাবে।

তিনি আরও বলেন, এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি জনগণের মুক্তির প্রতিশ্রুতি। আমরা চাই এমন বাংলাদেশ- যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন একসাথে এগিয়ে যাবে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য মাহবুব উল্লাহ তপন, ফারুক হোসেন ও ফারুখ আহমেদ রিপন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীরা আগামী দিনে ৩১ দফার এই প্রচার কার্যক্রম আরও বিস্তৃতভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ।

এদিকে শুক্রবার (আজ) সকালে মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ ব্যাপিস্ট চার্চে আয়োজিত আত্মিক উদ্দীপনা সভা-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জের উন্নয়ন, সম্প্রীতি, শহরের সমস্যা ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

সভায় মাসুদুজ্জামান মাসুদ বলেন, নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর- যেখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ একসাথে সম্প্রীতিশীলভাবে বসবাস করছে। আত্মিক উদ্দীপনা আমাদের মনকে পরিশুদ্ধ করে, চিন্তাকে সঠিক পথে পরিচালিত করে এবং কর্মজীবনকে আরও ফলপ্রসূ করে। জীবনের প্রতিটি দায়িত্ব ও সেবার পেছনে যদি আত্মিক অনুপ্রেরণা থাকে, তাহলে পরিশ্রম সাফল্য বয়ে আনে।

তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জকে আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে থাকবে মাদকমুক্ত পরিবেশ, কর্মসংস্থান, শিক্ষা, সুপরিকল্পিত নাগরিক সুবিধা এবং উন্নত সড়ক ও গণপরিবহন ব্যবস্থা। বেকারত্ব দূর করতে ইন্ডাস্ট্রিয়াল হাব ও প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি চালু করা হবে, যাতে তরুণরা নিজ এলাকায় থেকেই সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে। আমাদের লক্ষ্য একটাই - নিরাপদ, আধুনিক, কর্মসংস্থানমুখী ও শিক্ষার কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলা।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতিসহ অন্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত, আহত আরও ৩

নির্বাচন পেছানোর চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী অপশক্তিরা : সেলিমুজ্জামান

এই ৪ প্রশ্নের জবাবেই বুঝবেন আপনি সঠিক মানুষের সঙ্গে আছেন কিনা

লিজ বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট

সঠিক পুনর্বাসনে পথশিশুরা হবে দেশের সম্পদ : সমাজসেবা পরিচালক

এল ক্লাসিকোর একদিন আগে বার্সা শিবিরে দুঃসংবাদ

আ.লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে আসতে পারবে না : সারজিস

শতভাগ অকৃতকার্য কলেজের প্রতিশ্রুতি নেবে বোর্ড, ব্যর্থ হলে স্বীকৃতি বাতিল

ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে : হুমায়ুন কবির

১০

শুকনো সড়কে বেড়া দিয়ে খেয়া পারাপার

১১

বৃত্তি উৎসবের নামে কোচিং সেন্টারের বাণিজ্য

১২

আন্তঃসীমান্ত নদীতে বাঁধ দেবে আফগানিস্তান, দুশ্চিন্তায় পাকিস্তান

১৩

এনসিপির সঙ্গে জোটের বিষয়ে যা বললেন সালাহউদ্দিন

১৪

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

১৫

ছবি থেকে লেখা শনাক্তের নতুন এআই টুল ডিপসিক ওসিআর

১৬

ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে বিএনপি : মির্জা ফখরুল

১৭

শাসক নয়, জনগণের সেবক হতে হবে : জুয়েল

১৮

সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

১৯

ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০
X