

এল ক্লাসিকোর বাকি আর মাত্র একদিন তবে এর আগেই বার্সেলোনা শিবিরে নেমে এসেছে হতাশার ছায়া। ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়ায় আবারও ধাক্কা খেয়েছেন দলটির গুরুত্বপূর্ণ তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যামস্ট্রিং ইনজুরির জটিলতা বাড়ায় তাকে আরও অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বলে জানা গেছে।
রাফিনিয়া বৃহস্পতিবার দলের সঙ্গে আংশিক অনুশীলনে ফিরেছিলেন। হ্যান্সি ফ্লিকের দলভুক্ত হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোববারের ক্লাসিকোতে খেলার আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু অনুশীলনের মাঝেই আবারও চোটের ব্যথা অনুভব করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
দলের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রাফিনিয়া এখন অন্তত আরও এক মাসের জন্য সাইডলাইনে থাকতে পারেন। শুক্রবার তিনি বার্সার প্রশিক্ষণ কেন্দ্রে গেলেও অনুশীলনে অংশ নেননি; বরং ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে দ্রুতই সেখান থেকে বেরিয়ে যান।
২৮ বছর বয়সী রাফিনিয়া এর আগেই প্রায় এক মাস মাঠের বাইরে ছিলেন—গত ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩–১ ব্যবধানে জয়ের ম্যাচেই প্রথম চোট পান তিনি।
বার্সেলোনার ইনজুরি তালিকাও এখন বেশ দীর্ঘ। ফেরান তোরেস যদিও সতর্কতার কারণে গত সপ্তাহের গিরোনা ম্যাচে বিশ্রামে ছিলেন, তবে তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন। তবে স্পেন দলে খেলার সময় পায়ের পেশিতে চোট পাওয়া দানি ওলমো এখনো মাঠে নামার মতো অবস্থায় নেই।
দীর্ঘমেয়াদি ইনজুরিতে বাইরে রয়েছেন গাভি (হাঁটু), গোলরক্ষক টের স্টেগেন (পিঠ), জোয়ান গার্সিয়া (হাঁটু) ও রবার্ট লেভানডফস্কি (হ্যামস্ট্রিং)।
এর মধ্যেই নতুন দুশ্চিন্তা যোগ হয়েছে কোচ হ্যান্সি ফ্লিককে নিয়েও। গত সপ্তাহে গিরোনার বিপক্ষে ২–১ জয়ের ম্যাচে রেফারিকে উদ্দেশ করে তির্যকভাবে হাততালি ও অশোভন অঙ্গভঙ্গির কারণে সেদিনই তাকে মাঠ থেকে বের করে দেন কর্মকর্তারা। এর ফলে বার্নাব্যুতে রোববারের ক্লাসিকোতে ডাগআউটে থাকবেন না ফ্লিক।
লিগ টেবিলে বার্সেলোনা বর্তমানে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। এমন অবস্থায় ইনজুরিতে রাফিনিয়ার অনুপস্থিতি ফ্লিকের আক্রমণভাগে নতুন মাথাব্যথা তৈরি করেছে—বিশেষ করে যখন মৌসুমের প্রথম এল ক্লাসিকো সামনে।
মন্তব্য করুন