কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ
ছবি : সংগৃহীত

বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র যমজ ভাই।

মঙ্গলবার (০৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ নেন স্নিগ্ধ। এ সময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বিএনপির সদস্য ফরম পূরণ করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় বলা হয়েছে, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে দলের নতুন সদস্য হয়েছেন। এ সময় স্নিগ্ধের বাবা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে। পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। গত ৮ মে তিনি এ পদ থেকে সরে দাঁড়ান।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পূরণ করা বিএনপির সদস্য ফরম। ছবি : সংগৃহীত

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে। আর তারা বসবাস করেন রাজধানীর উত্তরায়।

জানতে চাইলে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, তারা বিএনপির কাছে ঢাকা-১৮ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ এর মধ্যে যেকোনো একটি আসন চেয়েছেন।

বিএনপির পক্ষ থেকে কী বলা হয়েছে-জানতে চাইলে তিনি বলেন, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আজকে সবেমাত্র বিএনপির সদস্য হলো। তবে আমি আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি ১৯৮৬ সাল থেকে ‘৯২ সাল পর্যন্ত দুইবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম।

বিএনপি গত সোমবার ২৩৭ জনের যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে ঢাকা-১৮ (বিমানবন্দর এলাকা-বৃহত্তর উত্তরার ছয় থানা) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন খালি রাখা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে এই দুটি আসনের মধ্যে যেকোনো একটি থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রার্থী করতে পারে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

১০

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

১১

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১২

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

১৩

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

১৪

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

১৫

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১৭

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৯

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

২০
X