কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ

বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ
বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি : সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মঙ্গলবার (০৪ নভেম্বর) বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র যমজ ভাই।

ওই দিন রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ নেন স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে স্নিগ্ধ ভেরিভায়েড ফেসবুক পোস্ট থেকে বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানিয়েছেন। তার ফেসবুক পোস্ট কালবেলার পাঠকদের জন্য তুলে ধরা হলো।

‘আসসালামু আলাইকুম আমি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছি। আপনারা জানেন যে আমি বা আমার ভাইদের কেওই রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছে। তাই আমি মনে করি, মুগ্ধসহ সকল শহীদ কোনো রাজনৈতিক দলের নয় তারা সকল মানুষ এবং দেশের সম্পদ। বর্তমান প্রেক্ষাপটে এবং এই নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করছি এবং সম্পূর্ণ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে চাই। অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার।

আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনে অন্যতম কয়েকটি কারণ হলো- সর্বোচ্চ জায়গা থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করা। জুলাই শহীদ, আহত যোদ্ধা, শহীদ পরিবার এবং সর্বোপরি জুলাইয়ের ভয়েস হয়ে ওঠা, রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব করা এবং বাংলাদেশপন্থি ও জুলাইপন্থি সকল অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলা।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান কারার পেছনে আমার কয়েকটি কারণ রয়েছে।

প্রথমত, বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। তাছাড়া বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার অনেক জায়গা আছে যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী।

দ্বিতীয়ত, আমি মনে করি সকল পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন, তাই আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি। এতে জুলাইয়ের ঐক্য শক্তিশালী এবং দীর্ঘায়িত হবে বলে আমি মনে করি।

তা ছাড়া বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাচ্ছেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করি যা আমারও অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি। এর মাধ্যমে জাতীয়তাবাদী দল এবং তরুণদের মধ্যে সেতু বন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারব বলে আমি মনে করি।

তবে সর্বোপরি আমি সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশ ও জুলাইপন্থি সকলের সঙ্গে কাজ করে যেতে চাই যেই। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার আরেকটি অন্যতম লক্ষ্য।

আমার এই পথচলাই সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানসহ জনমানুষের সকল সংগ্রাম চির অম্লান হোক।

আরেকটি বিষয়, এতদিন যত দায়িত্ব আমি পালন করেছি সব দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছি। যদি কোন অভিযোগ থাকে দয়া করে অভিযোগে সীমাবদ্ধ না রেখে প্রমাণসহ উপস্থাপন করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। নতুন বাংলাদেশে সবাই মিলে এতটুকু সংস্কার তো আমরা আশাই করতে পারি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয় সূচনা করেছিল সিপাহি-জনতার বিপ্লব

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির দাম কত, কিনবেন যেভাবে

গণমিছিলে পুলিশের বাধা, যমুনায় যাচ্ছে ৮ দলের প্রতিনিধিদল

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব : তাহের

কুমিল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

তরুণীকে সাহায্য করতে গিয়ে বিপাকে তরুণ

ফেসবুকে যুক্ত হলো আরেকটি নতুন রিয়েকশন 

আ.লীগের সাবেক এমপি পীযূষ কান্তি মারা গেছেন

১০

পুলিশের বাধার মুখে ৮ দলের গণমিছিল

১১

যে কারণে বাফুফের ঘোষিত দলে জায়গা হয়নি ফাহমিদুলের

১২

প্রধান উপদেষ্টাকে গোলাম পরওয়ার / জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

১৩

৫ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

১৪

দীপিকার অনেক আগেই মা হয়েছি, শর্তও দিয়েছি: শুভশ্রী গাঙ্গুলী

১৫

কোচ সালাউদ্দিনকে নিয়ে এবার মন্তব্য করলেন আশরাফুল

১৬

ইতালি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বয়স্কদের শরীরে তরুণ রক্ত দিলে কী হতে পারে, যা দাবি করা হচ্ছে গবেষণায়

১৮

পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা

১৯

ব্যবসায়ী জহুরুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

২০
X