বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসনেকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি আবু তাহের।
আজ রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে যান এনডিপির চেয়ারম্যান। ওই সময় এনডিপির মহাসচিব আবদুল্লাহ আল হারুন (সোহেল) ও দপ্তর সম্পাদক জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
এনডিপি নেতারা খন্দকার মোশাররফ হোসেনের পাশে কিছু সময় অপেক্ষা করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এনডিপি নেতারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গত শুক্রবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করলে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় খন্দকার মোশাররফ হোসেনকে।
মন্তব্য করুন