গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই দেশের মুক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে এ দেশের মজলুম মানুষের জন্য বিভিন্ন দুর্যোগে এগিয়ে আসতেন। এই সরকার পরিকল্পিতভাবে জিয়ার পরিবারকে ধ্বংসের জন্য বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন। তিনি বলেন, আল্লাহতায়ালা যেন দ্রুত সুস্থতা দান করেন এবং জনগণের মাঝে ফিরিয়ে দেন।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, যুগ্ম মহাসচিব মো. শরিফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সৈকত চৌধুরী, প্রচার সম্পাদক মো. ইমরান হোসেন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাকির হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি নাজমুল ইসলাম ও সেক্রেটারি মো. মোস্তাকিম আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন