

সব ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ; হিন্দু ,মুসলিম, খ্রিষ্টানে কোনো ভেদাভেদ নেই, ভবিষ্যতেও থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা ১১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুম।
শুক্রবার (২১ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বী সচেতন নেতাদের পরিচিতি সভা উপলক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
কাইয়ুম বলেন, এই দেশ আমাদের। সব ধর্মের মানুষ এখানে বসবাস করে। হিন্দু ,মুসলিম, খ্রিষ্টানে কোনো ভেদাভেদ নেই, ভবিষ্যতেও থাকবে না। আমরা কোনো ভেদাভেদ চাই না। সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
তিনি বলেন, ধর্মের নামে কেউ যদি আপনাদের কিছু বলে সেটা আমরা মেনে নেব না। আমি ভাই হিসেবে, সন্তান হিসেবে আপনাদের পাশে আছি। শুধু নির্বাচনের জন্য বলছি না।
মন্তব্য করুন