

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বাদ জুমা ঢাকার মোহাম্মদপুর হাউজিং এস্টেট অ্যাপার্টমেন্ট বহুমুখী সমাবয় সমিতি চত্বরে শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব।
তিনি বলেন, তারেক রহমান যেন সুস্থ থাকেন এই জন্য আমরা দোয়া মাহফিল করেছি। আল্লাহর কাছে দোয়া করেছি যেন উনি দেশে এসে দেশ পরিচালনার সুযোগ পান। অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছি, যেন তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক সহসভাপতি মুনতাজের রহমান চঞ্চল, মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, জয়দেব জয় প্রমুখ।
মন্তব্য করুন