

চেলসি আবারও নতুন ধাক্কা খেল কোল পালমারকে নিয়ে। ‘বাড়িতে দুর্ঘটনার’ কারণে অন্তত পরবর্তী তিন ম্যাচে দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না ইংল্যান্ড। কুঁচকির চোটে দুই মাস মাঠের বাইরে থেকে এই সপ্তাহে অনুশীলনে ফিরেছিলেন তিনি।
চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগে বার্নলির মুখোমুখি হবে চেলসি। এরপর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ এবং কয়েক দিনের মধ্যেই আর্সেনালের সঙ্গে রয়েছে লন্ডন ডার্বি। কোচ এনজো মারেস্কা জানিয়েছেন, এই তিন ম্যাচের কোনোটিতেই পালমারকে পাওয়া যাবে না।
চেলসির কোচ বলেন, ‘পালমারকে বার্নলির বিপক্ষে তো নয়ই এমনকি বার্সেলোনা বা আর্সেনালের বিপক্ষেও পাওয়া যাবে না। দুর্ভাগ্যবশত, বাড়িতে একটি দুর্ঘটনায় তার আঙুলে আঘাত লেগেছে। আগামী এক সপ্তাহে সে ফিরতে পারবে না। তার আঙুলে ভাঙন ধরা পড়েছে।’
ধারণা করা হচ্ছে, পালমার বাড়ির দরজায় ধাক্কা খেয়ে বাম পায়ের আঙুলে চোট পেয়েছেন। এই চোট কাটিয়ে ৩ ডিসেম্বর চেলসির জার্সিতে মাঠে দেখা যেতে পারে তাকে। পালমার কবে ফিরতে পারেন— এ প্রশ্নের জবাবে ইতালিয়ান কোচ মারেস্কা শুধু বলেছেন, ‘জানি না।’
মন্তব্য করুন