

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় বলা হয়, আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় পরলোক গমন করেছেন।
বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) পক্ষ থেকে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন, নারীর ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে যে অবদান রেখেছেন, তা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আমরা তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, দলের নেতাকর্মী এবং সকল শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মন্তব্য করুন