

সাধারণ মানুষের জন্য এক হাজার ৩৮৫ একর জমি একোয়ারমুক্ত করেছিলেন খালেদা জিয়া। ফলশ্রুতিতে আজ বাড্ডা আধুনিকায়ন সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুম।
সোমবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
কাইয়ুম বলেন, মহাকাল মহাকাব্যের এক আপোষহীন সংগ্রামী মহিয়সী নারী বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি চেয়েছিলেন বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। খালেদা জিয়া সবসময় জনগণের কথা ভাবতেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করতেন।
কাইয়ুম বলেন, আমরা তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। তার জন্য দোয়া করবেন। খালেদা জিয়া এক হাজার ৩৮৫ একর জমি একোয়ারমুক্ত করে এ অঞ্চলে মানুষের বসবাস উপযোগী করে তোলেন, যার ফলশ্রুতিতে আজ বাড্ডা আধুনিকায়ন সম্ভব হচ্ছে।
মন্তব্য করুন